avertisements 2

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক মারা গেছেন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ মে,শুক্রবার,২০১৯ | আপডেট: ০৪:৫১ পিএম, ২০ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৫

Text

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা বব হক ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। আশির দশকের পুরো সময় অস্ট্রেলিয়ার রাজনীতির কেন্দ্রে ছিলেন বর্ষীয়ান এ নেতা।  ক্যারিশম্যাটিক ও অত্যন্ত প্রিয় এ নেতা ১৯৮৩-৯১ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অস্ট্রেলিয়ার আধুনিক অর্থনীতির বড় কৃতিত্ব তারই।

অস্ট্রেলিয়ার বামকেন্দ্রিক লেবার পার্টির হয়ে দীর্ঘদিন দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ববের মৃত্যুর পর এক বিবৃতিতে তার স্ত্রী ব্লাঞ্চে ড’প্লুজেত বলেছেন, বাসায় শান্তিতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি আরো বলেন, আজ আমরা বব হককে হারিয়েছি। তিনি একজন মহান অস্ট্রেলিয়ান। অনেকের মতে, দ্বিতীয় যুদ্ধ-পরবর্তী সময়ে তিনিই সবচেয়ে মহান অস্ট্রেলিয়ান। ১৯৪৭ সালে মাত্র ১৮ বছর বয়সে বব হক লেবার পার্টিতে যোগদান করেন।

রোডস বৃত্তি নিয়ে ১৯৫৩ সালে তিনি অক্সফোর্ডে পড়তে যান। পরবর্তী সময়ে ট্রেড ইউনিয়ন আন্দোলনে যোগ দেন এবং ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ান কাউন্সিল অব ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ১৯৮০ সালে তিনি প্রথম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। লেবার পার্টির নেতা নির্বাচিত হন ১৯৮৩ সালে। ১৯৮৩ সালে তিনি পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর পরই সাধারণ নির্বাচনে তার নেতৃত্বে লেবার পার্টি অভূতপূর্ব জয়লাভ করে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2