avertisements 2

শাহে জামান টিটুর সমর্থনে নির্বাচনী ফান্ড রেইজিং ডিনারের আয়োজন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ মে,রবিবার,২০১৯ | আপডেট: ০৪:৩২ এএম, ১৩ মে,সোমবার,২০২৪

Text

গত ১১ মে শনিবার পাঞ্চবল ক্লাবের ফাংশন সেন্টারে অষ্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে  ওয়াটসন নির্বাচনী এলাকার জন্য লিবারেল পার্টি মনোনীত প্রার্থী শাহে জামান টিটুর সমর্থনে নির্বাচনী ফান্ড রেইজিং ডিনার আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন অভিবাসন মন্ত্রী ডেভিড কোলম্যান।

ওটলির স্টেট এমপি মার্ক কুরীর পরিচালনায় এাছাড়াও ফান্ড রেইজিং ডিনারে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ডঃ তানভীর আহমেদ, সিনেট প্রার্থী অ্যান্ড্রু গ্রে, ইস্ট হিলসের স্টেট এমপি ওয়েনডি লিনজী। ফান্ড রেইজিং ডিনারে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী লেখক, সাংবাদিক, সংগীত শিল্পী, স্থানীয় লিবারেল পার্টির নেতা কর্মী ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি অভিবাসন মন্ত্রী ডেভিড কোলম্যান বলেন, অভিবাসন মন্ত্রী ও মাল্টি কালচারাল আ্যাফেয়ার্স মন্ত্রী হিসাবে আমি সব সময় গর্ববোধ করি।  অস্ট্রেলিয়ার প্রতি ৩ জন ব্যবসায়ীর একজন অভিবাসী এবং তারা অস্ট্রেলিয়ার অর্থনীতিতে বড় ভুমিকা রাখছে । 

শাহে জামান টিটুর বিজয়ের জন্য সকলে একযোগে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন "" নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকী আছে আমি আশা করি এবারের নির্বাচনেও লিবারেল প্রতি আপনাদের সমর্থন অব্যাহত রাখবেন""।    ফান্ড রেইজিং অনুষ্ঠানে শাহে জামান টিটু নির্বাচনী প্রচারনায় সহায়তা ও ফান্ড রাইজিং ডিনার উপস্হিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ করা যেতে পারে যে, অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী জন ওয়াটসনের নাম অনুসারে নির্বাচনী এলাকাটির নাম ওয়াটসন। এটির আয়তন ৪৭ বর্গ কিলোমিটার। বহু ভাষাভাষী অভিবাসীদের আবাস এই নির্বাচনী এলাকায়। অষ্ট্রেলিয়ার সবচেয়ে বেশি বাংলাদেশীদের বসবাস এই এলাকাতে। আর এই ওয়াটসনের নির্বাচনী এলাকায় লিবারেল পার্টির  প্রার্থী হিসেবে দ্বিতীয় বারের মনোনয়ন পেয়েছেন শাহে জামান টিটু ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2