অস্ট্রেলিয়াগামী অক্সফোর্ডের টিকা আটকে দিল ইতালি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:৪৪ পিএম, ৫ মার্চ,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:০৪ পিএম, ৩ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৫

অস্ট্রেলিয়াগামী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা আটকে দিয়েছে ইতালি। জানা গেছে, ইতালির কারখানায় উৎপাদিত করোনা টিকার আড়াই লাখ ডোজ অস্ট্রেলিয়ায় রপ্তানি আটকেএগছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, একটি চালান না আসার কারণে টিকাদান কর্মসূচিতে খুব বড় ধরনের প্রভাব পড়বে না বলে মনে করছে অস্ট্রেলিয়া। এদিকে ইতালির এই পদক্ষেপের সমর্থনে রয়েছে ইউরোপিয়ান কমিশন।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির মাত্র ৪০ শতাংশ টিকা এ বছরের প্রথম তিন মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে সরবরাহ করার পথে রয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা।
উৎপাদন ঘাটতির কথা বলে এসব দেশকে টিকার ডোজ কম দিচ্ছে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। আর তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ওই কম্পানির বিরোধ চলছে।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেই ইতালির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, টিকা সরবরাহে বিলম্ব তারা মেনে নেবে না। কম্পানির বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগও ওঠে। এরপর টিকার ডোজ আটকে দেওয়ার মতো ঘটনা ঘটলো।
সূত্র: বিবিসি
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ

লাকেম্বা মসজিদে অনলাইন হুমকি নিয়ে তদন্ত চলছে

সিডনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিডনিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ সভা
