যৌথ সামরিক মহড়া করছে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-জাপান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৩০ পিএম, ১০ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৪:৪৪ পিএম, ১৩ সেপ্টেম্বর,শনিবার,২০২৫

চীনের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই অস্ট্রেলিয়া এবং জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। মাইক্রোনেশিয়ার দ্বীপপুঞ্জের গুয়ামে ৩ ফেব্রুয়ারি থেকে এই যৌথ মহড়া শুরু হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মহড়া।
মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি সুসংগঠিত টেরিটরি হলো গুয়াম। দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি রয়েছে।
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, দুর্যোগ ত্রাণ অপারেশন পরিচালনা করার পাশাপাশি কর্মসংস্থান এবং যুদ্ধ বিমান বাহিনীর প্রশিক্ষণের অংশ হিসেবে গুয়ামের অ্যান্ডারসন এয়ার ফোর্স ঘাঁটিতে যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে তিনটি দেশের অনুশীলনের মধ্য দিয়ে এই মহড়া শেষ হবে।
চীনের সামরিক বিশ্লেষক সং ঝংপিং বলেন, চীনকে মোকাবিলায় গুয়াম এবং অন্যান্য ঘাঁটির মধ্যে সম্পর্ক উন্নত করাই এই মহড়ার উদ্দেশ্য।
তিনি আরো বলেন, বেইজিংয়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মিত্রদের সঙ্গে একটি কৌশল তৈরি করতেই মহড়াতে অস্ট্রেলিয়া ও জাপানকে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। যে কোনো সম্ভাব্য আক্রমণের প্রতিক্রিয়া জানাতে অস্ট্রেলিয়া ও জাপানের ঘাঁটি ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত

জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
