কূটনৈতিক টানাপোড়েন:অস্ট্রেলিয়ান সাংবাদিকরা চীন ছাড়লেন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:২১ পিএম, ৮ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ১০:৫৬ এএম, ১৫ সেপ্টেম্বর,সোমবার,২০২৫

কূটনৈতিক টানাপোড়েনের জেরে চীন থেকে নিজেদের সাংবাদিকদের সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়ার দুটি সংবাদমাধ্যম। দ্য অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের সাংবাদিক বিল বার্টলেস এবং অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউয়ের সাংবাদিক মাইক স্মিথ মঙ্গলবার সিডনি পৌঁছেন।জানা গেছে, অস্ট্রেলিয়ায় আসার আগে এই দুই সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করেছে চীন।
একটি বিবৃতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী রিস পেইন বলেন, চীনের অস্ট্রেলিয়ান দূতাবাস সাংবাদিকদের কল্যাণ এবং তাদের দেশে ফেরার সাহায্য করছে।এর আগে অস্ট্রেলিয়ার প্রখ্যাত সাংবাদিক ও টিভি উপস্থাপক চেং লেইকে আটক করেছে চীন। যদিও চীন সরকারের পক্ষ থেকে তখন এই আটকের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। বিশ্লেষকরা বলছেন, অস্ট্রেলিয়া ও চীনের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার কারণে এই আটকের ঘটনা ঘটানো হয়েছে ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত

জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
