আফগানিস্তানে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ১০ অস্ট্রেলিয়ান সেনা বরখাস্ত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০৭ এএম, ২৭ নভেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৯:১৪ পিএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫

অস্ট্রেলিয়া নিজ দেশের ১০ সৈন্যকে করখাস্ত করেছে। আফগানিস্তানে বেসামরিক আফগান নাগরিকদের বিনা অপরাধে হত্যা করার বিশ্বাসযোগ্য প্রমাণ সাপেক্ষে এই সৈন্যদের বরখাস্ত করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো বাহিনীর অংশ হিসেবে আফগানিস্তানে অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর এসব সৈন্য নিযুক্ত ছিল।
গত সপ্তাহে একটি স্বাধীন তদন্ত সংস্থার প্রতিবেদন প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়, ৩৯ জন নিরস্ত্র বেসামরিক আফগান নাগরিককে হত্যা করেছে ১৯ জন অস্টেলিয় সেনা। এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই অস্ট্রেলিয়া এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত ১৯ সেনাদের মধ্যে কয়েকজন কর্মরত রয়েছেন এবং অনেকে অবসরে চলে গিয়েছেন। তবে ওই প্রতিবেদনে কারও নাম প্রকাশ করা হয়নি।
এদিকে, অস্টেলিয়ার পক্ষ থেকে অভিযুক্ত সেনাদের কয়েকজনকে বরখাস্ত করা বিষয়ে এখনও কোনো মন্তব্য কার হয়নি। তবে দেশটির শীর্ষস্থানীয় একজন প্রতিরক্ষা কর্মকর্তা প্রতিবেদনটি প্রকাশের পর আফগানিস্তানের কাছে ক্ষমা চেয়েছেন। সূত্র: রয়টার্স।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত

জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত
