অস্ট্রেলিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দুঃখজনক-স্কট মরিসন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:১৩ এএম, ২২ নভেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০১:২০ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

অস্ট্রেলিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠনের কথা জানান তিনি। বলেন, সামরিক বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে নেয়া হবে ব্যবস্থা।
গত বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর এক তদন্ত প্রতিবেদনে, আফগানিস্তানে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয় অস্ট্রেলিয়ার এলিট বাহিনীর বিরুদ্ধে। চার বছর তদন্তের পর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে ৩৯ কারাবন্দি ও বেসামরিক নাগরিককে হত্যার ঘটনায় জড়িত ছিলেন মোট ১৯ কর্মকর্তা।
প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, প্রতিবেদনে যে অভিযোগ আনা হয়েছে তা অবশ্যই দুঃখজনক। অস্ট্রেলিয়ার আইন ও বিচারব্যবস্থার আলোকেই তদন্ত প্রতিবেদন তৈরি হয়েছে। পূর্ণাঙ্গ বিষয়টি খতিয়ে দেখতে দ্রুত বিশেষ কমিটি গঠন করা হবে। সবচেয়ে জরুরি বিষয়, গুটিকয়েক ব্যক্তির জন্য প্রতিরক্ষায় নিয়োজিত সবার ওপর যাতে আঙ্গুল না ওঠে তা নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত

জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত
