সাগর উত্তাল, জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৪:০৪ পিএম, ২২ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

লঘুচাপ ও পূর্ণিমার প্রভাবে রোববার সকাল থেকে উপকূলজুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। উত্তাল বঙ্গোপসাগর। জোয়ারের পানি বেড়ে প্লাবিত হয়েছে পটুয়াখালীর রাঙ্গাবালীর পাঁচটি গ্রামসহ নিম্নাঞ্চল। সকাল থেকে চলে একটানা মাঝারি ও ভারি বর্ষণ। থেমে থেমে বয়ে যাচ্ছে দমকা হাওয়া।
খোঁজ নিয়ে জানা গেছে, নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেড়েছে ৩ ফুটের বেশি। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে উপজেলার মধ্য চালিতাবুনিয়া, গরুভাঙা, চিনাবুনিয়া, চরআন্ডা ও কোড়ালিয়া লঞ্চঘাট গ্রামসহ বেশ কয়েকটি নিচু এলাকা।
শনিবার রাতের জোয়ারে ওই সব এলাকা প্লাবিত হয়। জোয়ারের সময় পানিবন্দি হয়ে পরিবার-পরিজন নিয়ে দুর্ভোগে পড়েন হাজারও মানুষ। এদিকে বৈরী আবহাওয়ার কারণে কোড়ালিয়া-বোয়ালিয়া নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ ছিল দুপুর পর্যন্ত। সমুদ্রে যাওয়া জেলেরা তীরে ফিরতে শুরু করেছেন।
ইতোমধ্যে চরমোন্তাজ স্লুইস ঘাট, সোনারচর, মৌডুবিসহ কয়েকটি এলাকার তীরে এসে নিরাপদে আশ্রয় নিয়েছেন মাঝিমাল্লারা। তবে এখনো উত্তাল সাগরে অনেক জেলে মাছ শিকার করছেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে পায়রাসহ সমুদ্র বন্দরগুলোকে তিন নাম্বার স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।