avertisements 2

‘আমি গৃহবন্দি, গ্রেপ্তার হইনি’ফেসবুকে জেড আই খান পান্না

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ আগস্ট,শনিবার,২০২৫ | আপডেট: ০৭:২৪ পিএম, ১০ অক্টোবর,শুক্রবার,২০২৫

Text

   জহিরুল ইসলাম খান পান্না/ছবি: সংগৃহীত

নিজেকে ‘গৃহবন্দি’ দাবি করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না (জেড আই খান পান্না)। শুক্রবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেন তিনি।

সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি গৃহবন্দি। অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি। তারপরও গৃহবন্দি।’

তিনি কী কারণে বা কারা তাকে গৃহবন্দি করে রেখেছেন— সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে তার এ স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় গত ১৩ আগস্ট রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে আবেদন করেন জেড আই খান পান্না। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটি নাকচ করে দেন।

বিভিন্ন সময়ে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন পান্না। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামে একটি নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2