মাদারীপুরে অবরুদ্ধ তিন পরিবার, বাড়ির রাস্তা বন্ধ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:২৮ পিএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫
যাতায়াতের রাস্তা বন্ধ করে তিনটি পরিবারকে চরম বিপাকে ফেলার অভিযোগ উঠেছে প্রভাবশালী প্রতিবেশীদের বিরুদ্ধে। মাদারীপুরের কালকিনিতে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ দিলেও কোনো কার্যকর পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। এদিকে দেয়ালের একপাশের একটি অংশ দিয়ে চলাচল করলেও সেটিও বন্ধ করার ঘোষণা দিয়েছে অভিযুক্তরা, এমনটাই জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলি গ্রামের শহিদুল ইসলাম চৌধুরী ২০১৬ সালে কালকিনি পৌর এলাকার পাঙ্গাশিয়া মৌজায় ৪ শতাংশ জমি কিনে বসতঘর নির্মাণ করেন। কিন্তু তিন বছর যাবৎ দুই পাশের প্রতিবেশী বাদল সরদার, লিটন সরদার ও এস্কান্দার আলী খান শহিদুলের চলাচলের রাস্তায় দেয়াল তুলে দেন। এতে চরম মানবেতর জীবন যাপন করতে হচ্ছে শহিদুলসহ তার প্রতিবেশী হারুন সরদার ও ইলিয়াস সরদারের পরিবারের সদস্যদের।
ভুক্তভোগী শহিদুল ইসলাম বলেন, 'আমি সৌদিপ্রবাসী। ২০১৬ সালে যখন জায়গাটি কিনি, তার আগে থেকেই এখান দিয়ে যাতায়াতের রাস্তা ছিল। কিন্তু তিন বছর ধরে এই যাতায়াতের রাস্তাটি বন্ধ করে দিয়ে দেয়াল তোলা হয়েছে। আমার স্ত্রী আর তিন মেয়ে বাসায় থাকে। এভাবে যাতায়াতের রাস্তাটি বন্ধ করায় আমরা ভীষণ অসুবিধার মধ্যে আছি। ' অপর এক ভুক্তভোগী রাজিয়া বেগম বলেন, 'আগে থেকেই সামনে দিয়ে বের হওয়ার জন্য একটা রাস্তা ছিল, এখন তা বন্ধ কইরা দিছে। পূর্ব পাশ দিয়া বের হওয়ার একটা জায়গা রাখছে, তাও এখন বন্ধ কইরা দিব কইছে। মানুষের এভাবে বাঁচা যায় না। আমরা এর থেকে মুক্তি চাই। '
এ ব্যাপারে অভিযুক্ত এস্কান্দার আলী খানের ছেলে কামরুজ্জামান বলেন, 'আমাদের জায়গায় আমরা দেয়াল দিয়েছি। আমাদের জায়গা দিয়ে কাউকে বের হতে দিব না। তারা তাদের বাড়ির পেছন দিয়ে বের হবে। '
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, 'একটি বাড়ির চারপাশে দেয়াল তৈরি করে আটকে রাখা বিষয়টি অমানবিক। এ বিষয়ে আমার কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। '
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান খান কালের কণ্ঠকে বলেন, 'আমাদের কাছে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। যদি এ রাস্তাটি দীর্ঘদিন ধরে সাধারণ জনগণ ব্যাবহার করে আসে সে ক্ষেত্রে রাস্তাটি বন্ধ করার কোনো সুযোগ নেই। আমরা সরেজমিনে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। '