‘সবকিছু নিয়ে ফিরছি গ্রামে, সেখান থেকেই ঢাকায় অফিস করব'
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৩৪ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
স্বপ্নের পদ্মা সেতু বদলে দিচ্ছে অনেক কিছুই। রাজধানী ছেড়ে বাসাবাড়ি নিয়ে গ্রামে ফিরছেন অনেকে। পদ্মা জয়ের পর তারা মনে করছেন, গ্রামের সঙ্গে দূরত্ব কমায় বাড়ি থেকেই ঢাকার কাজ করতে পারবেন।
এমনই একজন রিমা আক্তার। সাত বছর ধরে স্বামী-সংসার নিয়ে বসবাস করছিলেন রাজধানীতে। সবকিছু নিয়ে এবার ফিরছেন ডামুড্যা উপজেলায় সিদুরপোড়া গ্রামের স্বামীর বাড়িতে। তবে এ যাত্রা আনন্দের। পদ্মা সেতুর কারণে রাজধানী আর শরীয়তপুরের তেমন তফাৎ দেখছেন না রিমা। বুধবার (২৯ জুন) পিকআপে সব আসবাবপত্র নিয়ে গ্রামে স্বামীর বাড়ি ফিরছেন।
একমাত্র সন্তান নিয়ে চালকের পাশে বসেছেন রিমা। ওপরে ফার্নিচার ব্যবসায়ী স্বামী নাহিদ হোসেন ও ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়পড়ুয়া হৃদয় হোসেন। তারা বলছেন, দূরত্ব কমায় এখন শরীয়তপুর থেকেই ঢাকার কাজ করা সম্ভব।
রিমা আক্তার বলেন, আমরা গ্রামে থাকলেও স্বামী সেখান থেকে ঢাকায় এসে কাজ করতে পারবেন। এছাড়া মালামাল আনা-নেয়া দ্রুত করতে পারবেন; কোনো সমস্য হবে না।
রিমার স্বামী নাহিদ হোসেন বলেন, তাদের মতো দক্ষিণাঞ্চলের অনেকই হাসিমুখে রাজধানী ছাড়ছেন। ঢাকায় যে টাকা বাসা ভাড়া দিতে হয়; সেটা না করে গাড়িভাড়া দিয়ে সে অর্থ দিয়ে তারা দেশে থেকেই ঢাকায় যাওয়া-আসা করতে পারবেন। জানা গেছে, পদ্মা সেতুর সুফল পেতে শুরু করেছে মানুষ। সামনের বড় ধরনের চমক অপেক্ষা করছে।
মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, এতে নদীধারা বিভক্ত দেশটি একটি পরিপূর্ণ দেশে পরিণত হবে। দক্ষিণবঙ্গের ২১ জেলায় কাঁচামালসহ বিভিন্ন জিনিসপত্র উত্তরবঙ্গে যেতে পারবে। এছাড়া উত্তরের সবকিছু দক্ষিণে যেতে পারবে। গবেষকরা মনে করছেন, পদ্মা সেতুর কারণে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে ১ দশমিক দুই/তিন শতাংশে বেশি। কমবে দারিদ্র্য।