হাসি তোমার কোথায় গেল
তারিকুল ইসলাম খান
প্রকাশ: ১২:০৮ এএম, ৪ নভেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০৭:০৭ এএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
শিশুকালে সবার কাছে অনেক হাসি ছিল
কিছু হাসি শৈশব খেল
বড় হতে হতে কিছু হাসি বিলীন হল
কিছু হাসি খেলার মাঠে গেল
কিছু হাসি মায়ের বকুনি নিল
কিছু হাসি পিতার শাসন নিল
কিছু হাসি স্কুলের স্যার নিল
কিছু হাসি পরীক্ষার রেজাল্ট নিল
কিছু হাসি ইন্টারভিউ বোর্ড নিল
কিছু হাসি প্রেম বিরহ বিয়ে নিল
কিছু হাসি সংসারের কড়চা খেল
কিছু হাসি উর্ধমুখি বাজার নিল
কিছু হাসি ডাক্তার আর টেস্ট নিল
কিছু হাসি পাড়ার মাস্তান নিল
কিছু হাসি উকিল নিল
কিছু হাসি সন্তানের বেড়ে ওঠা নিল
কিছু হাসি বয়স নিল
হাসির হিসাব মেলাতে জীবনই এলেমেলো
কবরে কিংবা চিতায় সব হাসি বিলীন হল।