ভাই!
অজল জালাল
প্রকাশ: ১১:৫৫ পিএম, ২২ অক্টোবর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৪:০৮ পিএম, ১১ মার্চ,মঙ্গলবার,২০২৫

বাতাসের টেরাকোটা
এ আবার কি!
আচমকা চমকাবেন তো?
তাহলে শুনুন
ঘন হয়ে বসুন।
বারুদের গন্ধ উদ্ধত কৃপান
বিকট অথচ চক্চকে
ওরাই শাণিত সব।
জনপদ বিচ্ছিন্ন আপদ
বেঁচে থাকা গিনিপিগসম।
খেয়ে পরে নাদুস নুদুস
আরো চায়-চাহিদায় অতল।
মানবতায় খাম্চির দাগ
নৈসর্গিক প্রকৃতি
সেখানেও দাঁতাল ওরা।
ক্ষুধার্ত হায়েনা-ওরা নরপিশাচ
জাত-পাত মানবতা নেই
সাদা জমিনে লাল লাল ছোপ
ওদেরই নখের দাগ-দগদগে ঘা
যেন জীবন্ত ক্যান্সার।
ওরা আরো দাঁতাল হয়
বেনিয়া রাজনীতির কোলে।
মহল্লা জনপদে -ওরা ভাই।
খুবলে খাম্চে তালশিরে করে
বোন বধু-শিশুটিও বাদ নেই ওদের আঁচড়ে।