avertisements 2

ক্ষমতাসীনরা চায় তারা যা বলবে পুলিশ তাই করবে: সাবেক আইজিপি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৪০ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশকে কাজ করতে হয় বৈরী পরিবেশে। আমলারা সরকারের পরিবর্তন চায় না। আর সরকারদলীয় লোকজন মনে করে পুলিশ তাদের লোক। সবাই পুলিশকে তাদের প্রয়োজনে ও স্বার্থে ব্যবহার করতে চায়।

গতকাল শনিবার (২৮ মে) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে নিজের লেখা ‘পুলিশ জীবনের স্মৃতি : স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন’ বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

৩২ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে লেখা বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। এর মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির সভাপতি, কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

বইটি সম্পর্কে আলোচনায় অংশ নেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক ও সচিব মোহাম্মদ নুরুল হুদা, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন ও সম্পাদক রাখাল রাহা।

অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে পুলিশের সাবেক এই মহাপরিদর্শক বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক শক্তি ও আমলাতন্ত্র কখনো পুলিশের পরিবর্তন চাইবে না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। ক্ষমতাসীন রাজনৈতিক দল চায় তারা যা বলবে পুলিশ তাই করবে। সংসদ সদস্য চান, তিনি যা বলবেন ওসি সেটাই করবেন। এসব চ্যালেঞ্জ ও প্রতিকূলতা মোকাবেলা করে কাজ করা খুবই কঠিন। ’

শহীদুল হক বলেন, ‘পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে হলে  আইনের সংস্কার প্রয়োজন। আমি দায়িত্বে থাকাকালে উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু আমলাদের কারণে সেটা হয়নি। আর রাজনীতিকরা তো চাইবেনই না। যদি রাজনীতিক ও আমলাদের মন-মানসিকতার পরিবর্তন না ঘটে, তাহলে সুশাসন যে কথাটা, সেটা শুধু স্লোগানের মধ্যেই থাকবে। সেই সঙ্গে পুলিশকেও প্রচলিত ঔপনিবেশিক মন-মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। দুটিরই পরিবর্তন দরকার। ’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2