হতেম যদি——
তারিকুল ইসলাম খান
প্রকাশ: ০১:১১ পিএম, ১৮ অক্টোবর,রবিবার,২০২০ | আপডেট: ১২:২৮ পিএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
হতেম যদি মা, কুকুর ছানা,
দিতি কি রোজ গরম খানা?
তাড়িয়ে কি দিতি মা, যদি দিতাম নিত্য হানা?
ফেলতি কি মা চোখের জল,
যদি মরে যেতাম রাখতে তোমায় নিরাপদ?
হতেম যদি মা, ইঁদুর ছানা,
পাততি কি ফাঁদ, ধরতে আমার শরীর খানা;
লুকিয়ে বিষ রাখতি কি মা, নিতে আমার জীবনখানা?
হতেম যদি রুপালী মাছ নদীর জলে,
মুখে আমার বড়শী এঁটে, টানতি কি মা তীরের পানে?
যদি ছটফটিয়ে মরে যেতাম কষ্টে,
তুই কি মা কাঁদতি বসে এক দৃষ্টে?
হতেম যদি গো-ছানা তোমার গোয়ালে,
আমায় দিতি কি মা, ঘানির জোয়াল টানতে?
হতেম যদি খাঁচায় বন্দি পাখির ছানা,
চোখের জলে ভাসতি কি মা, দেখে আমার ভাংগা ডানা?
হতেম যদি মুরগী তোমার আথালে?
কাটতি কি মা আমার গলা জামাই এলে বাড়ীতে?
তারিকুল ইসলাম খান
ধানমন্ডি, ঢাকা
১৪.১০.২০২০