প্রত্যাশা
অজল জালাল
প্রকাশ: ১২:০০ এএম, ১০ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৪০ পিএম, ৭ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

একজন খাঁটি মানুষের বড় প্রয়োজন
সঙ্গে আপাদমস্তক সহজাত ভালমানুষীও।
হরতকি বহড়ার নির্যাস নিষিক্ত মানুষটি-
যার হাতে কলুষরা নিক্ষিপ্ত হবে অন্তরীক্ষে।
দাঁতাল দানব অভিষপ্ত চন্ডালীরূপে পড়শি,
ওদের রুখার শানিত কৃপাণ দৃশ্যতঃ ভোতা।
অবসরীয় সফেদ আদম প্রমাণিত অচল
রাজনীতির ধারক তঞ্চকতায় ওরাও টালমাটাল।
অপেক্ষায় আছি সেই মানুষটির জন্য, যার উঁচানো তর্জনী জনপদে জোয়ার আনবে।
স্বপক্ষ বিপক্ষের দুই মেরুর বঙালী
একাট্টায় দেশ মার্তৃকার আঁচলবন্দি হবে।
একাত্তরের বজ্রকঠোর মোহনীয় সেই ধ্বনি
একজন মানুষের কন্ঠে ফের উচ্চকিত হোক।।