শুধু মাধবীর জন্য-২৫
মো: আসাদুজ্জামান
প্রকাশ: ১২:০০ এএম, ২ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৮:৪০ পিএম, ২ এপ্রিল,
বুধবার,২০২৫

প্রিয়,
২০২২ খৃস্টাব্দে স্বাগতম 🌹!
মির্জা গালিবের মতে পানির প্রতিটি বিন্দুর শেষ ইচ্ছে সমুদ্রে মিশে যাওয়া ! নতুন বছরে আমার প্রতিটি মূহুর্তের ইচ্ছে তোমাতে বিলীন হওয়া, যদিও জানি সেটা সম্ভব নয় ! কারণ, তুমি আর সেই মাধবী নেই, অধরা হয়েই থাকছো আমার জীবনের নিত্য বাসরে !
তুমি তো জানো মাধবী, টার্কিশ কবি নাজিম হিকমতের প্রেম ও দ্রোহের কবিতা জেলখানার চিঠি , কবি সুভাষ মুখাপাধ্যায় অনুদিত, আমার কত প্রিয় ! সেই কবির, ওই কবিতার কয়েকটি পংতি আজ, এই ইংরেজী নতুন বছরে তোমার জন্য তুলে ধরলাম,
“ ……। আমি নতজানু হই, দেখি মৃত্তিকা,ঘাস,পতঙ্গ,
ক্ষুদে-ক্ষুদে কাণ্ড ফুল্লন্ত বিষণ্ণতায়।
তুমি বসন্ত-ধরণীর মতো, প্রেয়সী আমার,আমি তাকাচ্ছি তোমাতে।
আমি পিঠ পেতে শুই, দেখি আকাশ, এক বৃক্ষের শাখা-পল্লব,
ডানায় অভিঘাত,একটি জাগ্রত স্বপ্ন।
তুমি বসন্ত-আকাশের মতো, প্রেয়সী আমার,আমি দেখছি তোমায়।
আমি নিশীথে জ্বালি উন্মুক্ত অগ্নি, আমি স্পর্শ করি আগুন,জল,বসন,রৌপ্য।
তুমি তারকার নীচে প্রোজ্জ্বলিত অগ্নির মতো,আমি স্পর্শ করছি তোমায়।আমি যাই মানুষের মাঝে, ভালোবাসি আমি মানুষ,কর্ম,চিন্তা,সংগ্রাম।
তুমি আমার সংগ্রামের মাঝে এক মানবী,আমি তোমায় ভালোবাসি।”
মাধু, প্রেয়সী আমার , তুমি আমার কল্পনা , আমার মনের মাধুরী মেশানো নৈবেদ্য নিবেদনের অন্জলি, আমার বৃষ্টিস্নাত আষাঢ় আর শারদ প্রভাতের স্নিগ্ধ আকাশ , তুমি আমার হেমন্তের উৎসব পেরোনো শীতের কুহেলিকা, তুমি আমার বসন্ত বাহার হলেও প্রভাত রাঙা চৈত্রের সর্বনাশ, বৈশাখের খররৌদ্রের মত নিষ্ঠুর মানবী আর জৌষ্ঠের খরতাপ হলেও তুমি আমার স্বপ্ন স্বারথী ! কেউ বুঝতেই চায় না ফুলের উপমা ফুলই যে শুধু , তোমার উপমা তুমি ! ইংরেজী বছরের প্রথম দিন তোমাকে পূনর্ব্যক্ত করতে চাই, তুমি আমার স্বপ্ন - কল্পনা-মনের রঙে রাঙানো হলেও, তুমি আমার অস্তিত্বের প্রগাঢ় আহবান, তুমি আমার নি:শ্বাসের অনবদ্য অংশ, আমার দীর্ঘশ্বাস ! আমার চিন্তার গভীরে নাড়া দেওয়া একজনই মাত্র তুমি , তমিই তো আমার জনম জনমের মা ধ বী .......!
মাধবী, তুমি জানো, হারিয়ে ফেলার শোক একবার কেটে গেলে হারানোর ভয় আর থাকে না ! তুমি জানো আমি সর্বহারা, তুমিই আমার শৃংখল, তোমাকে ছাড়া আমার হারাবার আর কোন ভয় নেই !
Happy 2022 !