বিপর্যস্ত বিন্যাস
অজল জালাল
প্রকাশ: ১০:২০ পিএম, ১১ অক্টোবর,রবিবার,২০২০ | আপডেট: ০৭:৩১ এএম, ৯ আগস্ট,শনিবার,২০২৫

নিরিবিলি ভ্যাপসা গরম-দৃষ্টি দূরাকাশে
বোশেখের গুমোট প্রকৃতি ওষ্ঠাগত জনপদ
প্রকৃতির খেয়ালীপনায় বিন্যাসে বিপর্যয়
ওলট পালট সবকিছু সবখানে।
ক্ষমাহীন কৃত্রিমতা অকৃত্রিম স্ফটিকসম
ব্যক্তিজীবন সংসারধর্ম জীবনাচার
রাষ্ট্র সমাজ রাজনীতি খুঁজে পাওয়া ভার
অরিজিন উবে গেছে কর্পুরের মত।
ব্যক্তির ব্যক্তিত্ব তলানীতে লীন
সংসার সমাজ ভিন্নখাতে এপিঠ-ওপিঠ।
রাষ্ট্রাচার রাজনীতি বাণিজ্যের হাট
যেন হাটুরের দল একই নিঃশ্বাসে।
নৈতিক অবক্ষয় বীভৎস চাহিদার আলিঙ্গনে
মোহনায় মিলেমিশে একত্র বসবাস।
চেয়ার চাই ক্ষমতার মসনদ,
রাজনীতির এহেন দুর্বিনীত খায়েস
কোন এক দুর্বৃত্যের ছোবলে
সেই থেকে এক সুর একই অভিলাষে।
উত্তরণ! সম্ভাবনা নেই একেবারে
মগজের পচন ক্যান্সারের বিভিষিকায়
সমাজ সংসার আর ব্যস্ত জনপদে।
বিপর্যস্ত প্রকৃতি আর গুন্ঠিত জনপদ
সরল রেখায় পাশাপাশি চন্ডালিকাসম
বিন্যাসে বিপর্যয় একই নিঃশ্বাসে।