অধিকার
কামনা ইসলাম
প্রকাশ: ১২:০০ এএম, ৫ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৩৮ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
আমি তাকেই খুঁজে ফিরছি বারবার,
শুনেছিলাম একদিন বহমান চিত্রার বুকে
খুঁজে ফিরছিল সেই আমাকে নতুন করে আবার ।
বহতা নদীর পাড় ঘেঁষে ছিলো
তার স্বপ্নের আনাগোনা।
আনমনে লিখেছিলো,
তুমি কেমন আছো ওগো।
সুমধুর কণ্ঠে ডেকে ছিলো,,
ফিরে এসো একবার হৃদয় গহনে।
প্রভাতের শিশিরে সিক্ত ছোয়ায় ভিজে ভিজে
ফিরে এসো,,
ফিরে এসো ঊষার লাল আভা হয়ে।
রক্ত কাননে ঝরে থেকো না তুমি,,
মন বাতায়নে সুরের আবেশে
তোমাকেই খুঁজি আমি।
আমি উম্মাদ নই, নই দিশেহারা।
হারিয়ে ফেলছি, তাই খুঁজে ফিরি
অন্তর কুঞ্জে বহে সর্বক্ষণ অগ্নি ঝরা।
না পাওয়ার অনুভূতি, কে বুঝিতে পারে,
মন্দির মঞ্জিল সবই দৃশ্যমান,
তবুও বলো কে তাকে চেনে।
হয়েছিল কি কভু চন্দ্র সূর্যের।
দেখা কোনো ক্ষণে একই লগ্নে?
দুটোই পেরিয়ে এসেছে রাত- দিনের
সমান সমান অধিকারে।
নিশিতে আঁধার কাঠিয়ে
ছড়িয়ে দিলো আলো, তাই তো চন্দ্র তুমি
রাত্রির নিস্তব্ধতায় এতোটাই ভালো।
দিবালোকে সূর্যকিরণে আপ্লুত
সর্বজনের অধিকার,,
সূর্যের আলো বড়ই বিশ্বাস
ভেবে দেখেনা কেউ কখনও তার আকার।
কামনা ইসলাম
লোহাগড়া, নড়াইল।
বাংলাদেশ।
৩০/১২/২০২১