শাহজাহান ভাই
অজল জালাল
প্রকাশ: ১২:০১ এএম, ৫ অক্টোবর,সোমবার,২০২০ | আপডেট: ০৩:১৪ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
মোজেজাটা ভালই ছিল –
নরম্যালটা পাঁচ সিকে, স্পেশাল পাঁচ’শ
কেন এত ডিফারেন্স! চক্ষু চড়কগাছ।
সে এক বিরস কাহানী জড়ি বুটিওয়ালা
নাম শাহজাহান-ভাই বলে চিনে সবে।
ইয়া মস্ত ভুঁড়ি বয়াতির ঝাঁকড়া চুল
বুক ফাঁড়া ফতুয়া সফেদ লুঙ্গি
কাঁধে গামছা -মানিয়েছেও বেশ।
বিষ বেদনা বাতের ব্যাথা মেহ-প্রমেহ
ব্যর্থ পৌরুষত্ব একগাদা ফিরিস্তি
হেন রোগ নাই সমাধানহীন।
হরিতকি বহড়া গাছ গাছড়া হারবাল
মাছের কাঁটা-মুলতানি মৃত্তিকাও সামিল।
পুরিয়া তাবিজ কালো ধাগায়
বাঁধুন, কোমর কিংবা হাতে
মাত্র সাতদিন বড়জোর তিরিশ
বিফলে মুল্য ফেরত চড়া হুংকার-
শাহজাহান ভাইয়ের।
বিপর্যস্ত বিকারগ্রস্ত পোড় খাওয়া মানুষ
কিংবা পঞ্চাশোর্ধ – বিশ তিরিশের
খায়েশ যার মনে; হুমড়ি খেয়ে পড়ে
চালচিত্র তৃতীয় বিশ্বের এই ভূসমাজে।
একবিংশের ডিজিট্যালের ধাঁধাঁ জাগানো
ওয়েব ইমেইলের যুগে এখনও সেই
ঝাড়ফুক তাবিজের তুক্তাক্-
এই জনপদে! হা কপাল।