শুধু মাধবীর জন্য -১৭
মো: আসাদুজ্জামান
প্রকাশ: ১২:০০ এএম, ৩ নভেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:১১ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
প্রিয়ংবদা মাধবী,
সব থেকে বড়ো নদীটার নাম কি জানো ? হৃদয় ! সব থেকে বড়ো দ্বীপ ? এটাও বলতে হবে ? স্মৃতি । আমার জীবনের সব থেকে বড় নদী মাধবী যার দ্বীপে অগণিত সুখেরা খেলা করে , দু:খগুলো পাঁজড় ভাঙার আওয়াজ তুলে আমার হৃৎপিন্ডে আঁছড়ে পড়ে ঊর্মিমালার ঢেউয়ের মত । সেই নদী এবং সেই দ্বীপ এখন আমার নিত্য বাসর ! যারা কাছে আছে তারা কাছে থাক , তারা তো পারে না জানিতে, তাদের থেকে তুমি সবচেয়ে কাছে আছো আমার হৃদয় খানিতে ।
মাধবী, তুমি আমার কান্ত, আমার প্রণয়ী তুমি । আমার সকল সংকটে, দ্রোহে ক্রোধের আগুন জ্বলা বুকে তুমি কলাবতী বঁধু আমার ! জানো মাধবী, এক ফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ার , ঠিক যেমন এক চিলতে হাসিতে আমার পৃথিবী হাসতে পারে যদি সে হাসিটা হয় তোমার !
আজ কোন রাজনীতির কথা বলতে ভালো লাগছে না , কর্তৃত্ববাদী শাসনব্যাবস্থায় আন্বীক্ষিকী বা ন্যায় শাস্ত্র কিংবা তর্কবিদ্যার কোন সংযোগ নেই । তাই আজ লেখাটা সংক্ষিপ্ত করলাম !
তোমার মত অহল্যা এক জীবনে একবারই দেখা যায় মাধু, প্রেয়সী আমার । আমার কল্পনার জগতে তুমি ছাড়া আর কোন অহল্যা আমি চাই না, তুমি আমার এক এবং অনন্যা অহল্যা হয়েই থাকবে ! অহল্যা মানে ? অপূর্ব সুন্দরী রমণী, ঠিক তোমার মত, এক এবং অদ্বিতীয় প্রিয়ংবদা অহল্যা !