avertisements 2

প্রতিবিম্ব আয়নায়

অজল জালাল
প্রকাশ: ১২:০০ এএম, ২ নভেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:৩০ এএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫

Text

কখনও কি নিজের মুখ দেখেছ?
স্বচ্ছ্ব আয়নায় - অপলক দৃষ্টিতে।
চোখ কান কপাল গ্রীবা
বাম  গালের মোটা  কালো তিলটা।

ভাল করে দেখ, খুঁটিয়ে খুঁটিয়ে
কুচকানো ভ্রু বা কানের লতি
গুম্ফটি পরিপাটি সাইজ মত
ঠিক আছে তো সব! 

সিল্কের জামাটা সব ঢেকে ফেলেছে
ওটাও খুলে ফেল, ভাল ক'রে দেখ।
কন্ঠনালী বুক প্রসারিত বাহু
নিজেকে আয়নায় ঘুরে ফিরে।

কি দেখলে। পেয়েছ কিছু?
যা কিছু পাওয়ার অবশিষ্ট নির্যাস।
মৈথন কর-কৃত কর্মের ফালনামায়
দেখো,সব যেন ফিকে হয়ে না যায়।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2