শরতে শিউলি শেফালি নেই
নজমুল হেলাল
প্রকাশ: ০৯:৪২ পিএম, ১ অক্টোবর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ১০:৫৩ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
মঞ্চ তোরণে ফুলদানিতে নকল ফুল
বারান্দার গ্রিলে মানিপ্ল্যান্ট
খাল বিলে পুকুরে ডোবায় দেশি মাছ পাওয়া দুস্কর
ঘরে বাইরে অর্কিড
রাবার প্লাস্টিকপুষ্প বনসাঁই উদ্ভিদ ফ্যাশনে ভরপুর!
দেশি ফুল নির্বাসনে
দেশপ্রেম শিখাচ্ছে বর্ণচোরা অর্থপাচারী ঋণখেলাপী ঘুষখোর কালোবাজারি স্মাগ্লার লুটেরার দল
জলে জঙ্গলে প্রান্তরে তাই ক্রমশঃ মোহভঙ্গের
মুনাফা মূখর কালচার
না আছে দেশজ প্রেম-গন্ধ কোনো
কেয়া পাতার নাও ভাসে না জলে
শেয়ালের হাঁক নেই ঝিঁ ঝিঁ পোঁকার ডাক নেই
কলকাকলি নেই পাখির
মেঘ বরষার হায় মন খারাপ
ডাকে নাকো ব্যাঙ ।
দোলে কাশবন বিরহে ওড়ে শাদা মেঘ
শান্ত নীলাকাশ প্রাকৃতিক প্রেমে মুগ্ধ আমি তারপরও বাইরে খুঁজি
ভেতরে খুঁজি খুঁজি পথে প্রান্তরে
পার্কে ডার্কে ভোরের শিশির ভেজা সুরভিত শিউলি
শেফালি খুঁজি পুকুর পাড়ে
খোলা জানালা আছে
স্নিগ্ধ বাতাস আছে
সোনালী ধান আছে হাইব্রিড
নেই শুধু মন মাতানো উদাস করা মৌ মৌ গন্ধভরা
লালায়িত শিউলি শেফালি আমাদের আনাচে কানাচে এখানে ওখানে মালা হাতে নেই কোন কিশোর কিশোরী কারও অপেক্ষায়
অলিগলি মোড়ে মার্কেটে কিংবা অন্য কোথাও।
আনন্দও আজকাল বেচাকেনা হয়
ভালবাসাহীন প্রেমহীন নকলফুলের বাজারে কুমারী বধূঁর শিউলিহীন গন্ধহীন খোঁপা বাতাসকে বিরহী ক'রে তোলে রাতদিন !
শিউলি ভরা উঠান কোথায় পাবো-
শিশির ভেজা ভোর বেলায় ?