avertisements 2

সময়ের ঠিকুজি

অজল জালাল
প্রকাশ: ০৯:৩০ পিএম, ১ অক্টোবর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৩:১০ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

একটা সময় ছিল
যখন মাথা নত করে অনুজ
অগ্রজের কদমবুসি করতো। 
উচ্ছিন্নে গিয়েছিল যারা তারাও- 
বড়দের সামনে সৌম্য শান্ত।
রাস্তার মোড়ে গার্লস স্কুলের গেটে
তখনও সেই বেলেল্লাপনা ছিল। 
ছিল মাঝবয়সী ভার্যার কিশোরীপনার কীর্তি
তবুও তা মার্জিত আনুকুল্যে সীমাবদ্ধ
সামাজিক শাসনে শৃংখলিত ছিল। 

আজ নেই কিছু শুন্য হাহাকার
 প্রকৃতি!সেও শতছিদ্র চাহিদার নিত্য আয়োজনে
অবিন্যস্ত সামাজিক বন্দনায় বিরূপ নিসর্গ
কৃত্রিম বিন্যাসে বিপর্যস্ত সমাজ-সংসার।   
আভিজাত্যের আবাসিকে ব্রোথেলের গন্ধ
লক্ষিতা রূপিনী বেশে ভার্যা ও সুতি। 
পিতা-পুত্রের দ্বিচারন ভীষন আঁশুটে
সংসারের হেঁসেলে ভোদকার কদর।
সময়ের নিকষ অন্ধকারে
তুমি আর আমি। 


 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2