avertisements 2

ওরা এরা আমরা

অজল জালাল
প্রকাশ: ১২:০০ এএম, ২১ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ১০:০১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

এরা কি বুঝে না!
ফোঁড় থেকে বিষ্ফোড়ের রূপ নিয়ে
শাখা পল্লব ছেয়ে ওরা
বাংলা মায়ের মানচিত্র চিবিয়ে
এখন আমারই উঠানে জাবর কাটছে।

এরা কি বুঝে না!
পরম্পরার আঁচলে বেড়ে উঠা ওরা
রাজনীতির উঠানকে প্রাসাদ বানিয়ে
যমরাজের হুকুমে চিত্র গুপ্তদের দিয়ে
যমালয়ের সিংহ দুয়ার তৈরীতে ব্যস্ত।

এরা কি বুঝে না!.
রক্তস্নাত হয়ে জন্ম নেয়া পুন্যভূমির
ঊষালগ্নে সদ্যজাত কাঁচামাটির প্রজ্ঞাপনে
এক দেশ এক মতের দ্বারোন্মোচনে ওরা
শেকড়ের ঐতিহ্যে জল ঢেলে দিয়েছে।

এরা কি বুঝে না!
গন্ধম ফলের বীজ ছড়িয়ে
পরিপাশের শেকড় বাকড় রূপে
ওরা বাংলার পুন্য জমিনে
রক্তচোষা ডাঁশের ভূমিকায় মুর্তমান।

এরা কি বুঝে না!!
সেরাদের সের দরে বিক্রি করে
পরম্পরার চাতুর্য্যে ওরা বাংলায়
রাজা মহারাজার  আদলে
রাজ প্রাসাদ তৈরী করছে।

এরা আর কবে বুঝবে!
কাঁচা মাটিতে এখন পাক ধরেছে
সেই মাটিরই পরিপক্কতায় ওরা
দুখিনী বাংলার মেঠো রাজনীতিকে
দুমড়ে মুষড়ে একমুখী করছে।

এদের কি সেই বুঝ আছে!
তেলা মাথায় তেল দিয়ে কতকাল
বাপ-দাদার  গৃহস্থি বানিয়ে এরা
সেই গৃহস্থির(ওদের)পরজীবি আচরনে
পাইক বরকন্দাজ হয়ে বিচরন করবে।

এদের কি দেয়ালে পিঠ ঠেকেনি!
যখন রাজনীতি ও উন্নয়নের কথকতায়
অর্ধেকটা খরচ হয় স্তুতির বাণী অর্চনায়।
রাজনীতির বরকন্দাজ তো এরাই-
যারা মঞ্চে উঠে স্তুতি শ্লোকের
সংগীতায়োজনে ব্যস্ত হয়ে পড়ে।

এরা কারা!
এরা সেইসব রাজনীতির বশংবদ-
সর্বকর্মের কুশীলব, এরা জনসেবক!
রাজনীতিবিদ নামক বাণিজ্যের হাটুরে।

ওরাই বা কারা!
ওরা তো ওরাই
পিতঃ পতির অপভ্রংশের পরম্পরা।
ওরা আমাদের রাজ রক্তের নীলপদ্ম,
বাংলার ভাগ্যাকাশে সবেধন নীলমনি।

আর আমরা!
অস্থি চর্ম হাড্ডিসার
হাড় হা-ভাতে আম জনতা।
এদের ও ওদের অন্ন যোগানে
সদা জাগ্রত দেশ ভক্ত - .
বাঙালী আদম।।
----***----

বিষয়:

আরও পড়ুন

avertisements 2