বেদনার পাতাপরি
বশিরুজ্জামান বশির
প্রকাশ: ১২:০৩ এএম, ১ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৬:১০ এএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
শাহবাগে পরে থাকা পাগলি মেয়েটিরও বসন্ত আসে
ভয়ংকর করোনা; বিষাক্ত গ্রেনেড, অশান্ত রাজনীতি
মেয়েটির বসন্ত আসা আটকিয়ে রাখতে পারে না...
অথচ একটি ফোন কলে সব কিছু বদলে যায়--
খুন,গুম,ধর্ষণ, লুটপাট ভূমিদখল সবই হয়
কিন্তু আমার কিছুই হয় না; বসন্ত কিভাবে হবে!
পঁচা জলপাই তেল দিয়ে মালিশ করতে পারি না
শিল্প-সাহিত্যে পুরস্কার পেতেও নাকি সাহিত্যকে
বসন্ত মাখিয়ে ঘষা-মাজা করতে হয় প্রতিনিয়ত
তা না হলে টিএসসি প্রর্যন্ত গিয়ে নাকি থেমে যায় স্বদেশ জরিপ
একশো গজের বিনিময়ে হারিয়ে যায়...
সৌভাগ্যের পুরস্কার ; কবির বসন্ত,সমস্ত সাহিত্য
রমনার সমস্ত পাতাপরি রমনার জলে ডুবে পবিত্র হয়,
আমি ডুবে যেতে পারি না; যে কবি বা কবিতা ডুবে যায়
আমি সেই ডুবে যাওয়া কোনো কবি বা কবিতার দলে নেই।