avertisements 2

বিজয় উল্লাস

কামনা ইসলাম
প্রকাশ: ১০:৩৮ পিএম, ২৫ ডিসেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ১১:৪২ এএম, ১ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

রক্তে রাঙ্গানো বাংলা আমার
উড়াচ্ছি আজ ঘুড়ি
বিজয় নিশান হাতে তুলেছি 
নেই কোনো তার জুড়ি।
হাজার শহিদের রক্ত ঝরিয়ে
পেয়েছি বাংলাদেশ
জয়ের নেশায় ঘুরবো মোরা
দেখবো চেয়ে দেশ।
বাংলা মায়ের কোল ঘেসে আজ
উঠেছে সোনালী সূর্য
মুক্তি কামি সোনার ছেলেরা
দেশকে করেছে মুক্ত।
সোনার বাংলার মা বোনেরাও
ছিলনা বসে ঘরে
সস্ম্রম আর লজ্বা টুকু
তা ও নিল পরে।
যুদ্ধে যাওয়ার নাম নিয়েজে
কত ছেলে গেছে মরে
বুকের আগুন নিভিয়েছেন মা
চোখের পানি দিয়ে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2