avertisements 2

ভবন সমাচার-১

অজল জালাল
প্রকাশ: ১২:০০ এএম, ২ অক্টোবর, বুধবার,২০২৪ | আপডেট: ০১:৫৭ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

ভবনটির নাম শুনেছি অনেক

মানুষে বলাবলি করে - কানাকানিও।

প্রচন্ড শক্তি নিয়ে মাথা উঁচু তার

ক্ষমতার কেন্দ্রবিন্দু তাও বলা চলে।

অভিজাত এলাকার আভিজাত্যে লালিত

ক্ষমতালিপ্সু গুটিকয় দু'পেয়ের নার্ভ ওটি।

আশীর্বাদ নিতে হয় সম্মতি আসতে হয়

ঐ অলৌকিক ভবনের ফাটক থেকে।


মিনিস্টার হতে চান! যান ওখানে

কাংখিত শর্ত পুরন হলেই চলবে।

মেয়র পৌর চেয়ারম্যান কমিশনার

টেন্ডার বিহীন কার্যাদেশ কিংবা

সচিব উপসচিব বা ভাল পোস্টিং!

সবকিছু এক তুড়িতে এফোঁড় ওফোঁড়।


বড়ই গোলমেলে হিসেব বাংলার ঘটে

গোলামীর দু'শ বছর লালকুঠি নীলকুঠি

সেই দূর করেছি কবে - তবুও

সর্ষের ভুত সর্ষেই রয়ে গেল।

খেদানো গেল না মেইন সুইচের প্রেতাত্মাকে

নতুন পেয়ালায় যেন পুরনো মদ।

ঘুরে ফিরে একই কাসুন্দি মুদ্রার দুই পীঠ

মোঘলের প্রাসাদ ষড়যন্ত্র সিরাজের ঘসেটি

আর ইদানীংকার এই ভবন সমাচার

পরম্পরা যেন!

-০

(রচনাকাল:২০০৫)

বিষয়:

আরও পড়ুন

avertisements 2