avertisements 2

খুঁজি

তারিকুল ইসলাম খান
প্রকাশ: ১০:৫৩ পিএম, ৫ সেপ্টেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ১১:৪৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

কি যেন খুঁজে বেড়াই অষ্ট প্রহর
সোনা খুঁজি রৌপ্য পাওয়ার পর
প্লাটিনাম খুঁজি তাহার উপর
মধ্যাহ্ন খুঁজে বেড়াই সূর্যোদয়ের পর
রাতের আঁধার খুঁজি গোধূলির পর।

প্রিয়ার মুখ খুঁজি চন্দ্রিমা আলোকে
নক্ষত্রের ভ্রমন খুঁজি রাতের আঁধারে
ঝিনুকে মুক্তো খুঁজি জলধির চরে,
হাওয়াতে জলের ফোঁটা খুঁজি রোদেলা দুপুরে।
অধরা স্বপ্ন খুঁজি ললিত ধরনীময়,
সোনা রোদ খুঁজে ফিরি ঘাসের ডগায়,
চাওয়া মত না পাওয়া শুধুই কাঁদায়।

বালু আর পাথর কিনি জমি কেনার পর
শকুনের ডানায় খুঁজি বিপদের ঝড়
কাছিমের পায়ে বাঁধা তিনশো বছর
পালহীন তরী ভাসাই জলের উপর
মনের গহীন খুঁজি বুকের ভিতর
ঘুন পোকার বসতি খুঁজি সমাজের ভিতর
ধর্মের কল খুঁজি বাতাসের উপর
ভালবাসার পংতি ভাসে চোখের ভিতর।

শৈশব খুঁজে বেড়াই যৌবন কালে
ওপারের শোভা খুঁজি এপারে বসে,
ভাল নেই তবু বলি ভাল আছি স্মীত হেসে,
দিনের আশায় থাকি রজনী শেষে,
কষ্টে কাটে কারো দিন আধ পেটা কষে,
জীবনের মানে খুঁজি দিগন্ত চষে।

রাজকন্যা খুঁজি মধুর স্বপনে।
পুত্র খুঁজি কন্যার পরে
আধুলি খুঁজে বেড়াই সিকির উপর
ডলার খুঁজি টাকার ভিতর
বিলিয়ন পেতে চাই মিলিয়নের পর।

কালো চুল খুঁজে ফিরি শুভ্র কেশের ভিতর।

তারিকুল ইসলাম খান
২৩.০৮.২০২০, ধানমন্ডি, ঢাকা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2