খেদ
অজল জালাল
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ নভেম্বর,
বুধবার,২০২৩ | আপডেট: ০৯:৫৭ পিএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫
মৃত্যুর মিছিলে আমি
তাহাদের দেখি।
একে একে পিতা প্রপিতামহ
পরম্পরার মেলা।
পঞ্চপিতা লীন হয়
নীল হয়ে অনন্ত ওপারে।
একই বৃন্তে দুটি ফুল
বাঙালীর অখন্ড স্বত্ত্বা
হরিপদ ফজু শেখ
যেন হরিহর আত্মা
আপন উঠানে বুনে
স্বর্গীয় নিবাস।
কি অভিশপ্ত বিভাজন
সাতচল্লিশের মধ্য আগষ্টে
বাঙালী স্বত্ত্বার মূল মর্মবাণী
ছিঁড়ে কুটে টুকরো হয়
ধর্মীয় ঠিকানা খোঁজের
বিষাক্ত গরলে।
প্রৌঢ়ত্বের ন্যুব্জ দেহ
স্মৃতিকাতর বাল্য-কৈশরে
শোনা যায় ফেলে আসা
স্বজনের চলে যাওয়া
না ফেরার দেশে-
এটাই নিয়তি।
বাঙালীর ললাটে আঁকা
ঘটি-বাঙাল নিয়তির লিখন
শেষ দেখা হবে নাকো
কাঁটাতারের দুর্মর দাপটে।
আমিও অপেক্ষায় আছি
তোমাদের পথে।