avertisements 2

কাজী নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজী মারা গেছেন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ মে,শনিবার,২০২৩ | আপডেট: ১১:১৫ এএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ সংগীতশিল্পী কল্যাণী কাজী মারা গেছেন। নজরুলের ছোট ছেলে কাজী অনিরুদ্ধের স্ত্রী ছিলেন কল্যাণী কাজী।

আনন্দবাজার জানিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ কল্যাণী শুক্রবার ভোরে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  নজরুলগীতির এই শিল্পীর বয়স হয়েছিল ৮৭ বছর।

কল্যাণী ‘কাজী নজরুল ইসলাম একাডেমির’ উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন। নজরুলের গানে অবদানের জন্য ২০১৫ সালে তাকে ‘সংগীত মহাসম্মান’ পুরস্কারে ভূষিত করে পশ্চিমবঙ্গ সরকার।

কল্যাণী কাজীর মৃত্যুতে সঙ্গীতজগতের ‘অপূরণীয়’ ক্ষতি হয়েছে বর্ণনা করে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শোকবার্তায় বলেন, “তার অসামান্য গায়কিতে গাওয়া নজরুলগীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত।”

“নজরুল সম্পর্কে বহু অগ্রন্থিত কাহিনী সর্বসমক্ষে নিয়ে এসেছিলেন তিনি। তার প্রয়াণে শোকস্তব্ধ দুই বাংলার সাংস্কৃতিক মহলও,“বলেন মমতা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2