avertisements 2

মান

তারিকুল ইসলাম খান
প্রকাশ: ১১:০৫ পিএম, ১১ নভেম্বর, বুধবার,২০২০ | আপডেট: ০৭:১০ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫

Text

মা চান ছেলে হোক তার মত

বউ চান স্বামী হোক তারই মত

পিতা চান সন্তান হোক সবার বড়

টিভি ফ্রিজ ফ্লাট বাড়ী বন্ধুদের মত

প্রতি দু চার মাসে ট্যুর চাই মনের মত

আমি কি চাই?

বাজারের বড় ইলিশটা চাই

কোরবানীর বড় পশুটা চাই 

নতুন ব্রান্ডের গাড়ীটা চাই

হাল ফ্যাশনের পোশাক চাই

চোখে রোদ চশমা চাই

বড় পদের চাকুরী চাই

যোগ্যতা আছে কি নাই

দেখার কোন প্রয়োজন নাই;

মান নিয়ে বাঁচতে হলে এসব চাইই চাই। 

তারিকুল ইসলাম খান

ধানমন্ডি, ঢাকা

০১.১১.২০২০

বিষয়:

আরও পড়ুন

avertisements 2