কেন এমন হয়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ মার্চ,রবিবার,২০২৩ | আপডেট: ১০:৪৩ পিএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
নিভে যাচ্ছে বাসনা বাতিঘর, মায়ার মশাল
মরে যাচ্ছে প্রীতি পল্লব
ধীরে ধীরে ধূসর হয়ে যাচ্ছে নীলাভ ক্যানভাস
কেন এমন হয়?
কেন এমনটা হয়?
যেদিকে তাকাই- পুড়ে যাওয়া ছাই
মুঠোভর্তি শূন্যতা, দু’ হাতে যা আঁকড়ে ধরি।
খরাকালে
নদীচোখ ভরে উঠছে কানায় কানায়
পা বাড়াতেই- লুকিয়ে পড়ে পথ
হারিয়ে যায় দৃষ্টি ও দিশা
কেন এমন হয়?
কেন এমনটা হয়?
সবুজ গ্রাম গিলে খাচ্ছে শহুরে শকুন
কবরস্থান দখল করছে আমার জন্মভিটা।
লেখক: আবদুল বাতেন