avertisements 2

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকার পরিবার বললেন এমপি একরামুল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:২৪ পিএম, ২২ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ১১:৩০ পিএম, ১১ মার্চ,সোমবার,২০২৪

Text

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্নচর উপজেলা) আসনের সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। 

বৃহস্পতিবার মধ্যরাতে তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে এসে এই মন্তব্য করেন। সেই সঙ্গে জেলা আওয়ামী লীগের নতুন কমিটি না পেলে আগামী কয়েকদিনের মধ্যে এসব নিয়ে কথা বলা শুরু করবেন বলেও হুমকি দেন তিনি। 

বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে সাংসদ একরামুল করিম চৌধুরীর ফেসবুক আইডি থেকে ২৭ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'দেশের মানুষ, স্লামালাইকুম। আমি কথা বললেতো মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলবো না, আমি কথা বলবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে এসেছে, তিনি তার ভাইকে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে কথা বলবো। কয়েক দিনের মধ্যে আমার যদি জেলা আওয়ামী লীগের কমিটি না আসে তাহলে আমি এটা নিয়ে শুরু করবো।'

কিছুক্ষণ পর তার ফেসবুক আইডি ঘুরে দেখা যায়, তিনি লাইভ ভিডিওটি সরিয়ে ফেলেছন। তবে এর আগে কয়েক মিনিটের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে একরামুল করিম চৌধুরী এমপি সমকালকে জানান, ভিডিও সরিয়ে নিলেও তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পরিবারের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা সত্য এবং তিনি সত্য কথা বলেছেন। আপনারা গণমাধ্যম কর্মীরা খবর নিলে জানতে পারবেন তার পরিবারে কারা রাজাকার ছিল। তবে ওবায়দুল কাদের এমপি একজন মুক্তিযোদ্ধা। দীর্ঘদিন থেকে তার ছোট ভাই আবদুল কাদের মির্জা বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের নিয়ে এলোমেলো বক্তব্য দিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি তার ভাইকে নিয়ন্ত্রণ করতে পারেন না, এ জন্য তিনি এসব কথা বলেছেন।

তবে শুক্রবার সকালে ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা জানান, মুক্তিযুদ্ধে আমাদের পরিবার ও আমার পিতার যথেষ্ট অবদান রয়েছে। কাদের সাহেব সম্মুখের মুক্তিযোদ্ধা। বরং একরাম চৌধুরীর পরিবারের সদস্যরা বারবার দলের সঙ্গে ও দলের নেতাদের সঙ্গে বেইমানি করেছে। আমাদের পরিবারে যে রাজাকার তার প্রমাণ দিতে হবে তাকে। না হয় জনতার আদালতে তার বিচার হবে, না হয় আমি অপরাধী হলে আমার বিচার হবে। আমি সত্য কথা বলায় এখন আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সত্য বলে যাবো। আপনারা খবর নিন, কে কেমন, সত্য তুলে ধরার জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ রইলো।

এদিকে ইতিমধ্যে একরামুল করিম চৌধুরীর এ বক্তব্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি নুরুল কবির জুয়েল তার ফেসবুক আইডিতে লিখেছেন, কাদের সাহেব শুধু কোন রাজনৈতিক নেতা নয়, একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এমন ঘটনা দুঃখজনক।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2