প্রথম টিকা জনসমক্ষে প্রধানমন্ত্রীর নেয়া উচিত : ডা. জাফরুল্লাহ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:১৭ পিএম, ২১ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:৪৮ এএম, ১৮ এপ্রিল,শুক্রবার,২০২৫

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রথম টিকা জনসমক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া উচিত বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বুধবার (২০ জানুয়ারি) বিকেলে দেশের একটি গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
বাংলাদেশকে উপহার দেয়া ভারত সরকারের ২০ লাখ ডোজ করোনা টিকা এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে রওনা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকায় পৌঁছাবে এ টিকা।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, টিকার ক্ষেত্রে সরকার সবচেয়ে বড় ভুলটা হচ্ছে, পয়লা টিকাটা নেয়া উচিত প্রধানমন্ত্রীর। পাবলিকলি টেলিভিশনের সামনে টিকা উনি নিলে লোকের আস্থা জন্মাবে। পাশাপাশি প্রত্যেক মন্ত্রীর জেলা শহরে গিয়ে সবার আগে টিকা নেয়া উচিত। তাহলে লোকের আস্থা জন্মাবে এবং তাদের বুঝিয়ে বলা যাবে।
টিকাগ্রহণের ক্ষেত্রে যে অগ্রাধিকার জনগোষ্ঠী ঠিক করা হয়েছে, তা ঠিকই আছে বলেও মনে করেন তিনি।