জয়ী হয়েই বিএনপি-জামায়াত প্রার্থীদের বাসায় মিষ্টি নিয়ে কাদের মির্জা
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:২০ এএম,  ১৮ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট:  ০৭:৩১ এএম,  ৩১ অক্টোবর,শুক্রবার,২০২৫
                                
 
                        
                    নোয়াখালী বসুরহাট পৌরসভায় নির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা পরাজিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর বাসায় মিষ্টি নিয়ে দেখা করতে গেছেন। রোববার (১৭ জানুয়ারি) বিকেল ৩টায় বসুরহাট কলেজ রোডেরস্থ কামাল চৌধুরীর বাসায় যান তিনি।
এ সময় আব্দুল কাদের মির্জা কামাল চৌধুরী প্রশংসা করে বলেন, আপনাদের অংশ গ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি কোম্পানিগঞ্জে সম্মিলিতভাবে অবৈধ অস্ত্রের মুক্ত কোমাপনীগঞ্জ গড়ার সহযোগিতা চান। কামাল চৌধুরী মির্জা কাদেরকে সহযোগী করার আশ্বাস দেন।
পরে তিনি মফজল রোডস্থ জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী মোশারফ হোসাইনের বাসা মিষ্টি নিয়ে দেখা করেন।
বসুরহাট পৌরসভায় ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা। শনিবার সন্ধ্যায় এ নির্বাচনের ফলাফল নিশ্চিত করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম।
তিনি জানান, ৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে আ.লীগ প্রার্থী আবদুল কাদের মির্জা পেয়েছেন ১০ হাজার ৭৩৮ ভোট, বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১৭৩৮ ভোট ও জামায়াত সমর্থিত স্বতন্ত্রপ্রার্থী মাওলানা মোশারফ হোসেন পেয়েছেন ১৪৫১ ভোট।
জানা গেছে, নোয়াখালীতে প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে বসুরহাট পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যাপক ভোটারদের উপস্থিতিতে শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল সাড়ে ৮টার দিকে ১নং কেন্দ্র উদয়ন প্রিক্যাডেট একাডেমি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী, সকাল ৯টার দিকে ৫নং বসুরহাট এএইচসি কেন্দ্রে বিএনপি প্রার্থী ও ৮নং বসুরহাট ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে নিজেদের ভোট দিয়েছে স্বতন্ত্রপ্রার্থী। এছাড়াও নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ২৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত বসুরহাট পৌরসভা নির্বাচনের ভোটার সংখ্যা ২১ হাজার ১১৫ জন। যার মধ্যে ১০ হাজার ৪৯৪ জন নারী এবং ১০ হাজার ৬২১ জন পুরুষ। ৯টি কেন্দ্রে মোট বুথ সংখ্যা ৬১টি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
 
                                    ভাইরাল এই ছবিটি শেখ হাসিনার নয়
 
                                    আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন বল তার কোর্টে: নাসীরুদ্দীন পাটওয়ারী
 
                                    ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগভাজন হলে কিছু করার নেই: তারেক রহমান
 
                                    অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ
 
                                    




