‘কে মিথ্যাবাদী পুলিশ নাকি র্যাব’, প্রশ্ন ভিপি নুরের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৪৪ পিএম, ১০ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৪:২০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ঢাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, র্যাবের অভিযানে হাজি সেলিমের পুত্র ইরফান সেলিমকে আটক করার পরে আইন বহির্ভূত বিদেশি মদ, অস্ত্র ও ওকিটকিসহ অনেক জিনিস রাখার দায়ে দুটি মা’মলার একটিতে ৬ মাস এবং আরেকটি মা’মলায় ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এই ঘটনার আলোচনা শেষ হওয়ার পরেই পুলিশ তাকে মা’মলা থেকে অব্যহতি দিয়েছে। তিনি বলেন, ‘এই প্রসঙ্গে পুলিশ বলছে, যে সেরকম কোন অভিযোগ পাওয়া যায় নি। এখন কে মিথ্যাবাদী পুলিশ নাকি র্যাব? কে প্রতারক পুলিশ নাকি র্যাব? এখনে র্যাব যদি প্রতারণা ও নাটক করে থাকে; তাহলে এ পর্যন্ত র্যাব কত প্রতারণা ও নাটক করেছে?
আর যদি ধরে নেই ক্ষমতাশীন দলের প্রতারক দস্যুদের বাঁ চাতে পুলিশ এই মিথ্যা প্রতিবেদন দিয়েছে। তাহলে পুলিশ গত ১২ বছরে এমন কত প্রতিবেদন দিয়েছে?’ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর তোপখানায় শিশুকল্যান মিলনায়তনে এক কনভেনশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, বিরোধী দলের নেতাকর্মীরা দীর্ঘদিন যাবত ভোট দিতে না পারার অভিযোগ করলেও এখন সরকারি দলের নেতারা এই অভিযোগ করছেন। তিনি বলেন, চুনোপুঁটি কোন নেতা নয়, সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই উৎকণ্ঠায় রয়েছেন।
যে সমর্থন দিচ্ছে না তারা ভোট ডাকাতি করে বিদ্রোহী প্রার্থীকে জিতিয়ে দিতে পারে। ডিসির সাথে মিটিং ছিল সেখান তাকে কথা বলতে দেয়নি। তিনি খোলা মাঠে নেতাকর্মীদের বলেছেন এখন ভোট হয় না। শেখ হাসিনা মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি এটা ওবাদুল কাদের ভাইয়ের কথা।
ওবায়দুল কাদেরের ভাই সরকারি দলের এমন পর্যায় থেকেও ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ফেনীর নিজাম হাজারির কথা প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদেরের ভাই বলেছেন, এই ধরনের দুষ্ট লোক আওয়ামী লীগকে খেয়ে ফেলছে। আওয়ামী লীগ এখন দুষ্ট লোকের আখড়ায় পরিণত হয়েছে; বলেন নুর।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, দেশে বড় বড় রাজনৈতিক দলের নেতারা বলছেন, ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির নির্বাচন, ভোটাধিকার হরণের নির্বাচন। তাহলে আপনারা কেন সেদিন রাজপথে নামেননি? আমরা ছোট পরিসরে হলে আন্দোলন করেছি; কিন্তু আপনারা এতো বড় দল হয়েও কেন শুধু প্রেসক্লাবে পরে থাকবেন?
সেদিন কেন বিক্ষোভ মিছিল করেন নি? বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ ও গণস্বাস্থ্যের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।