প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বাইরে কারও কোনো ক্ষমতা নেই: নিক্সন চৌধুরী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:০৮ পিএম, ৪ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৫:৩৪ এএম, ২ আগস্ট,শনিবার,২০২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাইরে কারও কোনো ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী। শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকায় জেলা যুবলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নেই। প্রধানমন্ত্রী যাকে সম্মান দেবেন তিনি সম্মানিত হবেন। প্রধানমন্ত্রী যাকে নেতা বানাবেন তিনিই নেতা হবেন। শেখ হাসিনার বাইরে কারও কোনো ক্ষমতা নেই। আমরা যতই ক্ষমতা দেখাই, যতই সাহস দেখাই- সব শেখ হাসিনার সাহস।
জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।