‘লুঙ্গি-গেঞ্জি সবই নিয়ে আসছি, জামিন না পেলে ভেতরে চলে যেতাম’ নিক্সন চৌধুরী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৩৬ পিএম, ৮ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৪:২০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আদালতে লুঙ্গি-গেঞ্জি সবই নিয়ে এসেছেন, জামিন না পেলে ভেতরে চলে যেতেন বলে জানিয়েছেন আলোচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
এদিন সকালে ফরিদপুর জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন এমপি নিক্সনের আইনজীবীরা। শুনানি শেষে ২ হাজার টাকা বন্ডের বিপরীতে তা মঞ্জুর করেন আদালত। এর আগে উচ্চ আদালতে হাজির হয়ে আট সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন নিক্সন। জামিন পাওয়ার পর গণমাধ্যমকে নিক্সন বলেন, আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল। আদালত যা সিদ্ধান্ত দিতেন, মাথা পেতে নিতেন।