১০ লাখ টাকার ভবন ২০ হাজার টাকায় বিক্রি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৫৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করার অভিযোগ উঠেছে। ভবনটি ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।
জানা গেছে, পিডিপি-৪-এর আওতায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণ করা হবে। নতুন ভবন নির্মাণের জন্য বিদ্যালয়টির প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত পুরাতন ভবনটি নিলামে বিক্রির সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী সোমবার সকাল ১১টায় উপজেলা শিক্ষা অফিসে নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অন্য একটি গোপন কক্ষে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে সবুজ হাসান নামের এক ব্যক্তির কাছে ভবনটি মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, নিলাম অনুষ্ঠানের জন্য কোনো প্রকার প্রচার-প্রচারণা চালানো হয়নি। নিলামে বিক্রি করা ভবনটি তিন লাখ টাকায় কেনার লোক থাকলেও সিন্ডিকেট করে কম মূল্যে বিক্রি করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিলাম কমিটির সদস্য মোসাঃ উম্মেহানী জানান, কত টাকায় নিলাম দেয়া হয়েছে তা তিনি জানেন না। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, নিয়ম অনুযায়ী আমরা সরকারি মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করেছি।
উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান জানান, তৈরির সময় মালামালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৫ হাজার ২১ টাকা। মালামাল অপসারণ খরচ ধরা হয়েছে ৭৯ হাজার পাঁচ টাকা। সে অনুযায়ী নিলামে বিক্রির সরকারি মূল্য ধরা ছিল ১৬ হাজার ১৬ টাকা।
২০ হাজার টাকায় এ রকম একটি ভবন বিক্রির কারণ জানতে চাইলে তিনি জানান, প্রাক্কলন অনুযায়ী যা হয়, তাই বিক্রি করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে নিলামকারী চক্র ও প্রকৌশল বিভাগের যোগসাজশে ভবনটির নিলাম মূল্য কম নির্ধারণ করা হয়েছে।