বাঁচতে চায় হাবিপ্রবি শিক্ষার্থী রিশাদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০১:০৫ এএম, ২১ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি ) ২০ ব্যাচের শিক্ষার্থী ওবায়দুল হক সানি (সিএসই) এবং ২১ ব্যাচের শিক্ষার্থী মোঃ রিশাদ হোসেন (অর্থনীতি) মারাত্মকভাবে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯ টায় দিনাজপুর সদরের গোপালগঞ্জের সন্নিকটে সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসময় বাইক চালাচ্ছিলেন মোঃ রিশাদ হোসেন (২২)। ঘটনাস্থলে উভয় শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলেন। তবে সানি উন্নত চিকিংসার জন্য বর্তমানে ঢাকার বেসরকরি একটি হাসপাতালে অবস্থান করলেও রিসাদ হোসেনকে গতকাল রাত সাড়ে দশটার দিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ডক্টর্স ক্লিনিকে স্থানান্তর করা হয়েছে।
সড়ক দুর্ঘটনার পরপরই উভয় শিক্ষার্থীকে হাবিপ্রবির অ্যাম্বুলেন্সে করে চিকিংসার জন্য এম. আব্দুর রহিম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তবে সেখান থেকে রিশাদ হোসেনকে রেফার্ড করা হয় জিয়া হার্ট ফান্ডেশনের আইসিইউতে। বিষয়টি নিশ্চিত করেন তার ক্যাম্পাসের সহপাঠীরা,বড় ভাইয়েররা এবং জুনিয়রা।
জানা যায়, বন্ধুর জন্মদিন উপলক্ষে কেনাকাটার জন্য রিশাদ বাইকে করে শহরে যায়। পরে ক্যাম্পাসে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন। রিসাদের বাসা জয়পুরহাট জেলায় এবং সানির বাসা ব্রাহ্মণবাড়িয়া জেলায়। রিশাদ নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার পরিবারের সাথে কথা বলে জানা যায়, রিশাদ পরিবারের বড় ছেলে।তার ছোট বোন এবং ভাইও রয়েছে। তার পরিবার সাধ্যমতো চিকিৎসার অর্থ যোগান দেওয়ার চেষ্টা করছে।কিন্তু বিপুল পরিমাণ অর্থ যোগান দেওয়া তার পরিবারের পক্ষে সম্ভব না।
জিয়া হার্ট ফাউন্ডেশনে উপস্থিত তার ক্যাম্পাসের সহপাঠী, বড় ভাই এবং জুনিয়রা আরো জানান, আইসিইউ খরচ সহ অন্যান্য উন্নত চিকিংসার জন্য মোটা অংকের অর্থের প্রয়োজন। সেজন্য তারা হাবিপ্রবির সম্মানিত সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি, শিক্ষার্থীসহ পুরো দেশের মানুষের কাছে আর্থিক সহায়তা ও রিশাদের জন্য দোয়া চাই। যাতে রিশাদ ও সানি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আমাদের মাঝে।
তার ডিপার্টমেন্টের বড় ভাই রাইজুল ইসলাম তানভীর (অর্থনীতি ২০) ভারাক্রান্ত মনে বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য! বিশ্ববিদ্যালয় প্রশাসন,শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী এবং শিক্ষার্থী সহ সারা দেশের মানুষ যেন এই কঠিন বিপদের দিনে অর্থ দিয়ে সাহায্য করে।