avertisements 2

প্রতীক বরাদ্দ হয়নি, দেয়ালে লেগে গেছে নৌকার পোস্টার!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৩৬ এএম, ২০ মে,শুক্রবার,২০২২

Text

ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ও বরগাঁও ইউনিয়নে সপ্তম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। সে হিসেবে (২৩ জানুয়ারি) প্রতীক বরাদ্দের কথা থাকলেও (২২ জানুয়ারি) সেনুয়া ইউনিয়নের দেয়ালে দেয়ালে লাগানো হয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নোবেল কুমার সিংহের নির্বাচনি পোস্টার। 

জানা গেছে, সেনুয়া ও বরগাঁও ইউনিয়নে সপ্তম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। তফশিল ঘোষণার পর জেলা নির্বাচন কমিশন এরই মধ্যে প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম শেষ করেছেন। এরপর আগামী ২৩ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। তারপর আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণায় নামবেন প্রার্থী ও সমর্থকরা। কিন্তু প্রতীক বরাদ্দের একদিন আগেই সেনুয়া ইউনিয়নের দেয়ালে দেয়ালে লাগানো হয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নোবেল কুমার সিংহের নির্বাচনী পোস্টার। তা দেখে স্থানীয় সংবাদকর্মীরা ছবি তুলতে গেলে ওই প্রার্থীর এক সমর্থক তাদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে।

সেনুয়া ইউনিয়নের ভোটার সালেহা বেগম বলেন, আওয়ামী লীগ ক্ষমতাসীন দল। তাদের সবচেয়ে বেশি নিয়মকানুন মানা উচিৎ। প্রতীক বরাদ্দের আগে এমনভাবে প্রতীকসহ পোস্টার লাগানো আইন পরিপন্থী।

চশমা প্রতীক চাওয়া চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম বলেন, নৌকার প্রতীক তিনি দল থেকে পেয়েছেন। নির্বাচন কমিশন তাকে এখনো পোস্টার লাগানোর অনুমতি দেয়নি। তাহলে কোন ক্ষমতা বলে দেয়ালে নৌকা প্রতীকের পোস্টার লাগানো হয়েছে?

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোবেল কুমার সিংহ বলেন, আগামীকাল প্রতীক পাবো। আজকে বাসায় পোস্টার আনা হয়েছে। বাসার কাজের লোকেরা ভোটের আমেজে এই ভুলটা করেছে। 

এ বিষয়ে সদর উপজেলার নির্বাচন অফিসার রেজাউল করিম বলেন, এখনো প্রতীক বরাদ্দ হয়নি। প্রতীক বরাদ্দের আগে কেউ পোস্টার লাগালে তা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন বলে গণ্য হবে। যদি কোনো লিখিত অভিযোগ পাই তাহলে নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2