জানাজার সময় হুইপ স্বপনসহ ৭ জনের মোবাইল চুরি!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:০৮ পিএম, ১৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বাবা শরীফ উদ্দিন মণ্ডলের জানাজার সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জয়পুরহাট-২ আসনের এমপি ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের মোবাইল ফোন চুরি হয়ে গেছে।
শুধু তারই নয়, দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, পাঁচবিবির উপজেলার কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা জিহাদ হোসেনসহ জানাজায় অংশ নেওয়া অন্তত ৭ জনের মোবাইল ফোন সুকৌশলে হাতিয়ে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হাজার হাজার মুসল্লিদের জমায়েতে মোবাইল ফোন চুরির এ ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, জানাজায় হাজার হাজার মানুষের ভিড়ে পুলিশের নিরাপত্তার মধ্যেই কৌশলে ফোন হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মোবাইল ফোনগুলো উদ্ধারে পুলিশ অভিযান শুরু করলেও এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত একটি মোবাইল সেটও উদ্ধার কিংবা কোনো চোর আটক হয়নি।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির বাবা ইন্তেকাল করেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রথম ও জয়পুরহাট সদর উপজেলা রামকৃষ্ণপুর নিজ গ্রামে তার দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থান লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।