
রাশেদুল ইসলাম
স্ববিরোধিতা
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ আগস্ট,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:৩৫ পিএম, ১০ অক্টোবর,শুক্রবার,২০২৫

শিল্পী রথীন্দ্রনাথ রায়ের একটি জনপ্রিয় গান -
‘ও যার অন্তরে, বাহিরে, কোনই তফাৎ নাই,
ও তার সন্ধানে, কোনখানে, বলো আমি যাই,
আমি তারেই শুধু চাই,
বলো কেমন করে পাই...’ ।
এটি একটি লোকসঙ্গীত । এই গানের মাধ্যমে আকুল হয়ে এমন একজন মানুষের সন্ধান করা হয়েছে, যে ঠক বা প্রতারক নয় । যার অন্তর এবং বাইরের মধ্যে কোন পার্থক্য নেই ।
লোকসঙ্গীত আবহমান গ্রামবাংলার চিত্র তুলে ধরে । আর যা আবহমান কাল থেকে চলে আসে তার নাম সংস্কৃতি । এটা যদি সত্য হয়, তাহলে আবহমান কাল থেকে আমাদের গ্রামবাংলার মানুষ মুখে যা বলে, মনে তা বলে না । তারা মনে যা বলে, বাস্তবে তা করে না । আবার বাস্তবে যা করে, মনে তা বিশ্বাস করে না । তাহলে যুক্তির দিক দিয়ে এটাই আমাদের সংস্কৃতির অঙ্গ । এটাই আমাদের জাতীয় চরিত্র ।
প্রশ্ন হোল, উপরে বর্ণিত স্ববিরোধিতা যদি সত্যিই আমাদের জাতীয় চরিত্র হয়, তাহলে কি তা মেনে নিতে হবে ? না, এটাকে সমস্যা হিসেবে চিহ্নিত করে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে ?
ব্রিটিশ ভারতে আধুনিক বিচার ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে লর্ড মেকলে (Thomas Babington Macaulay) উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন । তিনি ১৮৩৪ থেকে ১৮৩৮ সাল পর্যন্ত ব্রিটিশ গভর্নর কাউন্সিলের আইন সদস্য ছিলেন । আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি যে ক্রিমিনাল কোড রিপোর্ট দাখিল করেন, তাতে তিনি একইসাথে প্রশংসিত ও সমালোচিত হন । সমালোচিত হওয়ার মূল কারণ ছিল, তিনি তাঁর কার্যবিবরণীতে বাঙালী ও ভারতীয়দের সম্বন্ধে অনেক বিরুপ মন্তব্য করেন । বাঙালী সম্পর্কে তিনি বলেন,
‘বাঙালিরা দুর্বল ও কাপুরুষ (Physically fragile and moral cowards). তারা মিথ্যাবাদী (Habitual liars), পলায়নপর (Evaders), খারাপ কাজে ইন্দনদাতা (Connivers) এবং জালিয়াত (Frauds).’
লর্ড মেকলেকে তাঁর এ ধরনের মন্তব্যের জন্য বাঙালী ও ভারতীয় অন্যান্য বুদ্ধিজীবীগণ তুলোধোনা করে ছেড়েছেন । স্বয়ং কার্ল মার্ক্স তাকে, ‘Systematic falsifier of history’ বলে উল্লেখ করেছেন। তারমানে কার্ল মার্ক্সের মতে, লর্ড মেকলে ইতিহাস বিকৃত করেছেন (সুত্রঃ উইকিপিডিয়া) ।
কিন্তু আমরা যদি ঠাণ্ডা মাথায় চিন্তা করি, তাহলে রথীন্দ্রনাথ রায়ের গানের কথা এবং লর্ড মেকলের কথার মধ্যে খুব বেশী পার্থক্য আছে কি ?
সাধারণত আমাদের বিরুদ্ধে কেউ কোন অভিযোগ করলে, আমরা অভিযোগটাকে সমস্যা হিসেবে দেখিনে । বরং, যিনি অভিযোগ আনেন, তাঁর পিছনে লাগি । লর্ড মেকলেও আমাদের হাত থেকে রেহায় পাননি । কিন্তু আমরা যদি তাঁর পিছনে না লেগে, এটাকে একটা সমস্যা হিসেবে মেনে নিতাম, তাহলে এতদিনে প্রতিকারের অনেক পথ পাওয়া যেত এবং সমস্যা নিরসনের একটা ব্যবস্থা হতে পারত । কিন্তু আমাদের সেই অনাদিকালের মানসিকতার কোন পরিবর্তন আসেনি । এখনও কেউ কারো বিরুদ্ধে চুরি বা অন্য কোন অভিযোগ আনলে, যিনি অভিযোগ এনেছেন, তিনি নিজেই বা তার গোষ্ঠীর কেউ চোর বা অন্য ধরণের খারাপ কিছু- তা প্রমাণে উঠে পড়ে লাগি আমরা । মূল সমস্যাকে মোটেও আমলে নিই না । ফলে যে লাউ, সেই কদু । সমাজে চুরি, ডাকাতি, প্রতারণাসহ বিভিন্ন অপরাধ ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে এবং তা বাড়ছে ।
এখানে একটি গল্প বলা যেতে পারে ।
একবার একটি নরখাদক উপজাতি পরিবারের একটি ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় । সেই উপজাতি পরিবার শুধু নয়, গোটা উপজাতি গোত্রের জন্য এটি একটি বিরল ঘটনা ছিল । ছেলেটি যখন অক্সফোর্ডের ডিগ্রী নিয়ে বাড়িতে গেলেন, তখন তাঁদের গোত্র প্রধান ছেলেটির উদ্দেশে অনেক বড় একটি অনুষ্ঠানের আয়োজন করেন। রীতি অনুযায়ী সেই অনুষ্ঠানে খাবারের মেনুতে নরমাংসও রাখা হয় । অক্সফোর্ড ডিগ্রিধারী ছেলেটিও সবার সাথে বসে সেই নরমাংশ ভক্ষন করেন। তখন ছেলেটির এক বন্ধু তাকে প্রশ্ন করেন, তাহলে গ্রাজুয়েট হয়ে কি উন্নতি হয়েছে তার ? ছেলেটি জবাব দেয়, ‘তুমি হয়ত লক্ষ করনি, তোমরা সব হাত দিয়ে নরমাংস খাচ্ছ; আমি কিন্তু হাত দিয়ে নয়, কাটাচামচ দিয়ে খাচ্ছি’ ।
আমাদের সমাজের জন্য গল্পটি অনেক প্রাসাংগিক । কিন্তু, আমাদের আবহমান কালের জাতীয় চরিত্র যদি স্ববিরোধিতামুলক হয়েও থাকে, তাহলে আমাদের শিক্ষিত সমাজ তা গ্রহন করবে কেন? তাহলে শিক্ষিত হওয়ার দরকার কি ?
(চলবে)
২৬ জুলাই, ২০২১ । ইস্কাটন, ঢাকা ।

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ৩০৯ বাংলাদেশি

সেফ এক্সিট নিয়ে এবার উপদেষ্টা আসিফের ফেসবুক পোস্ট

এবার হিজাব পরে কটাক্ষের শিকার অভিনেত্রী দীপিকা

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী

কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই: সারজিস আলম

প্রাচীন মগধের আঁকিবুকি

দেশের রাজনীতিতে শেখ হাসিনার আতঙ্ক বেড়ে চলেছে : গোলাম মাওলা রনি

২৩৭ কোটি টাকা বৈধ করতে কোটি টাকার ঘুষচুক্তি করেন এনবিআর কর্মকর্তা!

ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগভাজন হলে কিছু করার নেই: তারেক রহমান

এক সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে: তাজুল ইসলাম

বাংলাদেশে নির্বাচনে যেই ক্ষমতায় আসুক তার সঙ্গেই কাজ করবে দিল্লি: বিক্রম মিশ্রি

সেই শিক্ষার্থীকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার

ভাইরাল কৃষকের সঙ্গে জেমসের এই ছবির নেপথ্যে রয়েছে ‘ইতিহাস’

শেকড়ের খোঁজে

আবু ত্বহা আদনানের ‘অন্ধকার জীবন’ নিয়ে স্ত্রীর অভিযোগ

দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!

গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!

কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক

সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু

সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন

অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ

অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা

কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার

মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার

হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার

খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি

প্রণব মুখার্জি আর নেই

কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু

মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু
