
রাশেদুল ইসলাম
দুষ্প্রাপ্য বই
প্রকাশ: ১২:০০ এএম, ৯ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ০৬:১২ এএম, ১১ অক্টোবর,শনিবার,২০২৫

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখলাম । সেখানে দেওয়া তথ্য অনুযায়ী কোলকাতা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেন দি ইংলিশম্যান পত্রিকার সম্পাদক জে এইচ স্টোক ক্লার । ইম্পেরিয়াল লাইব্রেরী আইন পাশ হয় ১৯০২ সালে । এই আইন বলে লর্ড কার্জন ১৯০৩ সালে কোলকাতা পাবলিক লাইব্রেরিকে একীভূত করে ইম্পেরিয়াল লাইব্রেরী জনগণের জন্য উন্মুক্ত করে দেন । এ কথার অর্থ এই যে, লর্ড কার্জন কোলকাতার ইম্পেরিয়াল লাইব্রেরীকে একটি পাবলিক লাইব্রেরী হিসেবে ঘোষণা দেন ।
ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখা না হলে আমার এ তথ্য জানা হত না । কারন,আমার জানা মতে, কোলকাতার ইম্পেরিয়াল লাইব্রেরী ১৮৯১ সালে প্রতিষ্ঠিত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল । এ লাইব্রেরী সকলের জন্য উন্মুক্ত ছিল না । কারণ লন্ডনের ইষ্ট ইন্ডিয়া কলেজ লাইব্রেরীর বইপত্রও ইম্পেরিয়াল লাইব্রেরিতে সংরক্ষিত ছিল । ইষ্ট ইন্ডিয়া কলেজের ইতিহাস এখানে উল্লেখ করা যেতে পারে ।
অনেকেরই জানা যে, চীনের আবিষ্কৃত কম্পাস ব্যবহার করেই সমুদ্র পথের দিক নির্ণয় করা সম্ভব হয় । এই কম্পাস দিয়েই সমুদ্র জয় করে ইউরোপের কয়েকটি দেশ। বিপদসংকুল সমুদ্র পাড়ি দিয়ে একের পর এক দেশ আবিস্কার করে স্প্যানিশ ও পর্তুগীজ নাবিকেরা । কিন্তু এর সুবিধা ভোগ করে যুক্তরাজ্য । যুক্তরাজ্যের ‘ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানি ‘ নামক একটি জয়েন্ট ষ্টক কোম্পানি ১৬০০ সালের ৩১ ডিসেম্বর, পর্তুগীজ নাবিক ভাস্কদাগামার আবিষ্কৃত ভারত উপমহাদেশে বানিজ্য করার রাজকীয় সনদ পায় । তারপর থেকেই কোম্পানি তার বানিজ্যের পশরা নিয়ে হাজির হয় ভারতে । পরবর্তী ১৫০ বছর তারা শুধু ব্যবসা বানিজ্যের কথা ভেবেছে । তারপর তাদের মাথায় আসে সরকারের মত খাজনা আদায়ের চিন্তা । সকলের জানা ১৭৫৭ সালের ২৩ জুন বাংলার স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলাকে ইংরেজ পরাজিত করে । ১৭৬৫ সালের ১২ আগস্ট বাংলা, বিহার উড়িষ্যায় জনগণের কাছ থেকে ইংরেজ খাজনা আদায়ের দেওয়ানী ক্ষমতা লাভ করে । এরপর এই উপমহাদেশে রাজ্য শাসনের ভার নেওয়া তাদের জন্য অপরিহার্য হয়ে পড়ে । বানিজ্যের হিসাব দেখভাল করার মত দক্ষ জনবল কোম্পানির ছিল । কিন্তু রাজ্যের প্রশাসনিক দায়িত্ব পালনের মত জনবল তাদের ছিল না । এই অভাব পূরণ করতেই কোম্পানি ১৮০৬ সালে লন্ডন শহর থেকে ১৯ মাইল দূরে ইষ্ট ইন্ডিয়া কলেজ স্থাপন করে । এই কলেজ থেকে উত্তীর্ণ প্রশিক্ষন প্রাপ্ত কর্মকর্তাকে রাইটার বা প্রশাসক হিসেবে কোম্পানির শাসন কাজে ভারতে নিয়োগ দেওয়া হত । ১৮৫৫ সালে ব্রিটিশ পার্লামেন্টে আইন পাশ করে ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানির এই ক্ষমতা খর্ব করা হয় । ক্ষমতা খর্ব করার আগ পর্যন্ত কোম্পানি ইষ্ট ইন্ডিয়া কলেজ থেকে প্রশিক্ষন প্রাপ্ত ২ হাজার রাইটারকে ভারতে নিয়োগদানের ব্যবস্থা নেয় । ব্রিটিশরাজ কোম্পানির এই ক্ষমতা খর্ব করে কিংস কলেজের মাধ্যমে ভারতে প্রশাসনিক কাজে Imperial Civil Service (ICS) কর্মকর্তা নিয়োগদানের ব্যবস্থা নেয় । এই Imperial Civil Service কেই পরবর্তীতে Indian Civil Service (ICS) নামকরণ করা হয় । ভারত সরকার আইন ১৮৫৮ অনুযায়ী ১৯০৫ সালের পূর্ব পর্যন্ত সকল ICS কর্মকর্তা ছিলেন ইংরেজ । উল্লেখ্য, ইষ্ট ইন্ডিয়া কলেজের ডকুমেনটস ইম্পেরিয়াল লাইব্রেরিতে থাকার কারণেই হয়ত লাইব্রেরিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল (সুত্রঃ উইকিপিডিয়া) ।
ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী লর্ড কার্জন কোলকাতার ইম্পেরিয়াল লাইব্রেরিকে ১৯০৩ সালে পাবলিক লাইব্রেরী ঘোষণা দেন । এখানে পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে কিছু কথা বলা যেতে পারে ।
সকলেরই জানা যে, ইউরোপে প্রথম শিল্প বিপ্লব হয় ইংল্যান্ডে । শিল্পবিপ্লবের শুরুতে শ্রমিকদের কোন শ্রমঘণ্টা ছিল না । প্রায় সারা রাতদিনই শ্রমিকদের পরিশ্রম করতে হত । এতে শ্রমিক অসন্তোষ বাড়তে থাকে । ১৮০০ সালের দিকে শ্রমিকদের কাজের একটা সময়সীমা বেধে দিতে বাধ্য হয় মালিক শ্রেণি । এতে নতুন একটা সমস্যা তৈরি হয় । অবসর সময়ে শ্রমিকদের কেউ কেউ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে । এই পরিস্থিতিতে একদিকে শ্রমিকদের স্বউদ্যোগে দক্ষতা বৃদ্ধি, অন্যদিকে সমাজে মানুষের অপরাধ প্রবণতা কমানোর জন্য স্থানীয় সরকার/ বেসরকারী পর্যায়ে লাইব্রেরী প্রতিষ্ঠার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয় । এ লক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্টে পাবলিক লাইব্রেরী আইন, ১৮৫০ পাশ করা হয় । এই আইনটি ভারতের মত কলোনি রাষ্ট্রগুলোতেও বলবত করা হয় । গণগ্রন্থাগার অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী ১৮৫০ সালের পাবলিক লাইব্রেরী আইন অনুসারে ১৮৫৪ সালে আমাদের দেশের বগুড়া, যশোর, বরিশাল ও রংপুর – এ ৪ টি জেলায় পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা করা হয় । এ ধরণের পাবলিক লাইব্রেরী আমার লেখার বিষয় নয় । আমার লেখার বিষয় দুষ্প্রাপ্য বই এবং দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রহশালা হিসেবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী ।
ভারত স্বাধীন হয় ১৯৪৭ সালের ১৫ আগস্ট । স্বাধীনতার পর পরই ইম্পেরিয়াল লাইব্রেরীর নাম পরিবর্তন করে ভারতের জাতীয় লাইব্রেরী (National Library of India) করা হয় । ১৯৫৩ সালের ১লা ফেব্রুয়ারি তৎকালীন শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ ভারতের জাতীয় পাবলিক লাইব্রেরী উদ্বোধন করেন । ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী এপ্রিল, ১৯৪৭ সালে ইম্পেরিয়াল লাইব্রেরীর সংগ্রহ ছিল ৩ লক্ষ ৫০ হাজার ভলিউম । এই ইম্পেরিয়াল লাইব্রেরিতে সংরক্ষিত দুষ্প্রাপ্য বইগুলোতে তৎকালীন পূর্ব পাকিস্তানের হিস্যা ছিল, যা ভারত ছেড়ে আসার আগে দাবী করা যুক্তিসংগত ছিল । দেশবিভাগের সময় এ ধরনের অনেক যৌক্তিক দাবী মুসলিম লীগের সংশ্লিষ্ট নেতারা উত্থাপন না করা বিষয়ে বঙ্গবন্ধু আক্ষেপ করে বলেন, ‘যে কোলকাতা পূর্ববাংলার টাকায় গড়ে উঠেছিল সেই কোলকাতা আমরা স্বেচ্ছায় ছেড়ে দিলাম (অসমাপ্ত আত্মজীবনী, পৃষ্ঠা ৭৮-৭৯, শেখ মুজিবুর রহমান)। ভারতের জাতীয় পাবলিক লাইব্রেরীর বর্তমান সংগ্রহ সংখ্যা ২.২ মিলিয়ন (সুত্রঃ উইকিপিডিইয়া)।
পূর্ব পাকিস্তান স্বাধীন হয় ১৪ আগস্ট, ১৯৪৭ । উইকিপিডিয়া ও গণগ্রন্থাগার অধিদপ্তরের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঢাকা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেজিস্টার উদ্বোধন করেন । ১৯৫৫ সালে Social Uplift প্রকল্পের আওতায় পাবলিক লাইব্রেরী গঠনের সরকারি সিদ্ধান্ত গ্রহন করা হয় । ১৯৫৮ সালের ২২ মার্চ ১০ হাজার ৪০ টি বইয়ের সংগ্রহ নিয়ে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী তার যাত্রা শুরু করে । ২০২০ সালের ডিসেম্বর মাসের হিসাব অনুযায়ী ঢাকা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে মোট বইয়ের সংখ্যা ১ লক্ষ ৭০ হাজার ৪৮০ ।
(চলবে)
৩০ জুলাই, ২০২১ । ইস্কাটন, ঢাকা ।

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ৩০৯ বাংলাদেশি

সেফ এক্সিট নিয়ে এবার উপদেষ্টা আসিফের ফেসবুক পোস্ট

এবার হিজাব পরে কটাক্ষের শিকার অভিনেত্রী দীপিকা

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী

কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই: সারজিস আলম

প্রাচীন মগধের আঁকিবুকি

দেশের রাজনীতিতে শেখ হাসিনার আতঙ্ক বেড়ে চলেছে : গোলাম মাওলা রনি

২৩৭ কোটি টাকা বৈধ করতে কোটি টাকার ঘুষচুক্তি করেন এনবিআর কর্মকর্তা!

ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগভাজন হলে কিছু করার নেই: তারেক রহমান

এক সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে: তাজুল ইসলাম

বাংলাদেশে নির্বাচনে যেই ক্ষমতায় আসুক তার সঙ্গেই কাজ করবে দিল্লি: বিক্রম মিশ্রি

সেই শিক্ষার্থীকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার

ভাইরাল কৃষকের সঙ্গে জেমসের এই ছবির নেপথ্যে রয়েছে ‘ইতিহাস’

শেকড়ের খোঁজে

আবু ত্বহা আদনানের ‘অন্ধকার জীবন’ নিয়ে স্ত্রীর অভিযোগ

দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!

গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!

কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক

সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু

সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন

অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ

অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা

কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার

মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার

হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার

খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি

প্রণব মুখার্জি আর নেই

কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু

মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু
