রাশেদুল ইসলাম
ভয় কেন পাই
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ জুলাই,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:৪৬ পিএম, ৬ জানুয়ারী,মঙ্গলবার,২০২৬
কথাটা আমার মাথায় আসে এক অমাবস্যার রাতে । আমি জানি আমার মধ্যে সাহিত্য প্রতিভা নেই । এ কারণে, আমি শুধু কল্পনা করে কিছু লিখতে পারিনে । আমার আশেপাশে যা কিছু ঘটে, যা কিছু দেখি- তাই নিজের মত করে লিখি আমি । তবে আমার পাগলামামা বইটি মোটামুটি কল্পনা নির্ভর। আমি যেহেতু কল্পনা দিয়ে লিখতে পারিনে- এ কারণে পাগলামামা বইটির একটি অধ্যায় লেখার জন্য ২০১৬ সালে পঞ্জিকা দেখে কৃষ্ণপক্ষের এক রাতে আমাকে ঢাকা চিড়িয়াখানায় থাকতে হয় । যারা বইটি পড়েছেন তাঁরা বিস্তারিত জানেন । এটি ছিল অমাবস্যার রাত । কথা ছিল চিড়িয়াখানার লোকজন রাতের আঁধারে আমাকে একা থাকার সুযোগ করে দেবেন । তাঁরা ঠিক সেই ব্যবস্থা করেন । এ কারণে তৎকালীন কিউরেটর এঁর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতার কথা বইটিতে উল্লেখ করা হয় ।
চিড়িয়াখানার কিউরেটর মহোদয়ের অফিসে সে রাতে প্রথমে আমাকে চিড়িয়াখানা সম্বন্ধে বিস্তারিত ধারণা দেওয়া হয় । রাতের বেলা চিড়িয়াখানায় দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ নিষেধ । এ কারণে চিড়িয়াখানার ভিতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই । অমাবস্যার রাত । এমনিতেই ঘুটঘুটে অন্ধকার । ব্রিফিং শেষে চিড়িয়াখানার দুজন প্রহরী আমাকে একটি পুকুরের ধারে রেখে চলে যান। প্রহরী দুজন আলো নিয়ে চলে যেতেই, গাঁড় অন্ধকার আমাকে ঘিরে ধরে । এমন অন্ধকার যে নিজের হাত পর্যন্ত দেখা যায় না । চারিদিকে পোকামাকড়ের বিচিত্র সব ডাক । বিভিন্ন পশুপাখি থেকে আসা এক ধরণের শব্দ । গাছপালাগুলো নিকষ কালো মূর্তির মত দাঁড়িয়ে । আশেপাশের কেমন এক শোঁ শোঁ শব্দে আতঙ্ক আমাকে পেয়ে বসে । আমি জানি একটু দুরেই কয়েকজন প্রহরী আছেন; চিড়িয়াখানার কয়েকজন কর্মকর্তা কর্মচারী আছেন । তাঁরাও বেশী দূরে নয় । শুনেছি ভিতরে আনসার ক্যাম্পও আছে । আমি নিজের পদমর্যাদার কথা ভাবি । ভয় পাওয়ার বৈজ্ঞানিক কোন যুক্তি নেই বলেও নিজের মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করি । কিন্তু কোন লাভ হয় না । ভয়ে আমার শরীর ঠক ঠক করে কাঁপতে থাকে। দেহটা নিশ্চল পাথরের মত মনে হয় ।
সে রাতেই আমার মাথায় এই প্রশ্ন আসে,
আমি ভয় পাই কেন ?
অনেক ভেবে আমার মনে হয়, ভয় পাওয়ার মূলে আছে শিশুকালে আমার মায়ের সেই ঘুমপাড়ানী গান –
খোকা ঘুমালো,
পাড়া জুড়ালো,
বর্গী এলো দেশে ...।
গানটি সুর করে গাওয়া হলেও, এই গানের মধ্যে কুখ্যাত বর্গী দস্যুদের কথা বলে শিশুদের ভয় দেখানো হয় । অন্যান্য দৈত্যদানোর কথা বলা হয় । ভয় পেয়ে যেন শিশুটি ঘুমিয়ে যায় । এই ভয় শিশুর অবচেতন মনে স্থায়ী ভাবে গেঁথে যায় । ভবিষ্যতে সে যতবড় ক্ষমতাধর মানুষ হোক না কেন, যতবড় পদের মানুষ হোক না কেন, যে কোন নির্জন স্থানে একা হলেই সে ভয় পায় ।
আসলে ভয় দেখিয়ে শিশুদের ঘুম পাড়ানো আমাদের সামাজিক সংস্কৃতির একটি অঙ্গ হয়ে গেছে। ফলে কেউ এটাকে অস্বাভাবিক মনে করেন না । কিন্তু এই ভয় দেখানো শিশু বড় হয়ে যদি দেশের সেনাপ্রধানও হন, তাহলেও তিনি ভীতু হতে বাধ্য । এটা কোন জাতির জন্য শুভ লক্ষণ হতে পারে না ।
আমরা মনে করি, শিশুর বাবামাকে শিশুকে ভয় দেখিয়ে ঘুম পাড়ানোর ক্ষতিকর প্রভাব বোঝাতে পারলে; শিশুদের সুষ্ঠু মানসিক বিকাশের পথে এ ধরণের অন্তরায় থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এ বিষয়ে রাতারাতি সুফল পাওয়া না গেলেও, ভবিষ্যতে একটি সাহসী ও সুন্দর জাতি গঠনে এই কার্যক্রম কার্যকর ভূমিকা রাখতে পারে। পাগলামামা বইটিতে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়। বইটি ২০১৭ সালের একুশে বইমেলায় প্রকাশিত । এ ধরণের কর্মসূচি বাস্তবায়নে তেমন কোন খরচও নেই। কিন্তু আমার জানামতে, এ বিষয়ে এখনও সরকারি বা বেসরকারি পর্যায়ে তেমন কোন কার্যক্রম গ্রহন করা হয়নি ।
অর্পণ- দর্পণ স্মৃতি ফাউনডেশন ‘এগিয়ে যাওয়ার জন্য বইপড়ি’ প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি শিশুদের ভয় দেখিয়ে ঘুম পাড়ানো থেকে বিরত রাখার জন্য ‘আমিই পারি’ কর্মসূচির আওতায় কাজ করতে চায় । এ বিষয়ে প্রাথমিক ভাবে একজন শিশু মনরোগ বিশেষজ্ঞ ‘ভয় দেখিয়ে শিশুদের ঘুম পাড়ানোর ক্ষতিকর প্রভাব ও তা প্রতিকারের জন্য করণীয়’- শীর্ষক একটি সেমিনার পেপার তৈরির দায়িত্ব নিয়েছেন । আমরা তাঁর প্রতি সবিশেষ কৃতজ্ঞ ।
ফাউনডেশন সেমিনার পেপারের উপর যথানিয়মে সেমিনার অনুষ্ঠানের ব্যবস্থা নিবে এবং উপস্থিত বিশেষজ্ঞজন থেকে প্রাপ্ত সুপারিশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহন করবে ।
সেমিনার অনুষ্ঠানের তারিখ ও সময় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অবহিত করা হবে ।
এ বিষয়ে কারো কোন পরামর্শ পাওয়া গেলে, তা গুরুত্বের সাথে বিবেচনা করা হবে ।
মহান আল্লাহ আমাদের করোনার অভিশাপ থেকে রক্ষা করুন ।
১৮ জুলাই, ২০২১। ইস্কাটন, ঢাকা ।
ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিলে ডোনাল্ড ট্রাম্পের সম্মতি
১০ কোটি না, ১০ হাজার কোটি টাকা দিয়েও আমাকে কেনা যাবে না: ডিসি সারওয়ার আলম
সেনা কাঠামোর সব স্তর গুমে জড়িত
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ
এনইআইআর চালু হলেও আগামী ৩ মাস বন্ধ হচ্ছে না অবৈধ-ক্লোন হ্যান্ডসেট
সিডনিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত
সাবেক কাউন্সিলর বাপ্পির পরিকল্পনায় হাদিকে হত্যা, অভিযোগপত্রে ফয়সালসহ আসামি ১৭
গ্রিনল্যান্ড দখলে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের কথাও ভাবছে যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস
মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা
পলাতক আ. লীগ নেতা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন
আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন নিকোলাস মাদুরো ও তার স্ত্রী
দেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা
মৃত্যু
‘বাংলাদেশ পাকিস্তান নয়, তারা সন্ত্রাসী পাঠায় না’
মাদুরোকে লক্ষ্যবস্তু করার যে কারণ দেখিয়েছেন ট্রাম্প
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক



