
রাশেদুল ইসলাম
জীবন পরিক্রমা
প্রকাশ: ১২:০০ এএম, ৫ মে, বুধবার,২০২১ | আপডেট: ০৭:৪১ পিএম, ৯ মে,শুক্রবার,২০২৫

একটি শিশু যখন জন্ম নেয়, তখন তার কোন নাম থাকেনা । যারা তাকে দেখতে আসে, তারা জানতে চায় শিশুটি কোথায় । এই শিশু ধীরে ধীরে বড় হয় । কৈশোর, যৌবনকাল পেরিয়ে বৃদ্ধ হয় । এরপর যখন সে মারা যায়, তখনও তার কোন নাম থাকে না । যারা তাকে দেখতে আসে, জানতে চায় লাশটি কোথায় । মানুষের এই জীবন পরিক্রমা কেমন যেন রহস্যময় । মানুষের জন্মকালের সাথে মৃত্যুকালের কেমন যেন অদ্ভুত একটা মিল আছে ।
শিশুকালে একটি শিশুর শরীর নরম তুলতুলে থাকে । একজন অতি বৃদ্ধ মানুষের শরীরও নরম তুলতুলে হয় । শিশুর গালে দাঁত থাকে না; একজন অতিবৃদ্ধ মানুষের গালেও দাঁত থাকে না । পোশাক ছাড়াই একজন শিশু জন্ম নেয় । আবার বৃদ্ধ বয়সে সে যখন মারা যায়, তখন তার পরিধেয় পোশাক সব খুলে নেওয়া হয় ।
মানুষের কিশোর বয়সটা অনেক কৌতূহলের । সমবয়সী ছেলেমেয়েরা তার খেলার সাথী । তারাই সবকিছু । ঘরে থাকতে মন চায় না । বয়সের এক পর্যায়ে মানুষ কেন যেন আবার সেই কিশোর বয়সে ফিরে যেতে চায় । সেই বাধাহীন বয়স ফিরে পেতে চায় সে । কিন্তু বাস্তবে তা আর হয়ে ওঠে না । কিন্তু মন কি বাঁধা মানে ? মন ঠিকই বার বার ছুটে যাই সেই কৈশোরে । অনাড়ম্বর কৈশোরে । জানতে চায় সেই সঙ্গীরা এখন কে, কোথায় ?
আমি নিজে এখন ঠিক সেই বয়সে; যখন মানুষ কিশোর হতে চায়; কিশোর বয়সে ফিরে যেতে চায় । কিশোর বয়সের সাথীদের মনে মনে খোঁজে সে । এরপর বৃদ্ধ বয়সের সেই শিশুকাল । তারপর শেষ । সব শেষ । কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় ,
’চুকিয়ে দেব বেচাকেনা,
মিটিয়ে দেবো গো;
মিটিয়ে দেবো লেনাদেনা,
সাঙ্গ হবে আনাগোনা এই বাটে‘ ।
আমি বলছিলাম আমার কৈশোর স্মৃতির কথা । এই স্মৃতিতে নাড়া দেয় আমার বন্ধু নুর ইসলাম । নুর ইসলাম প্রাথমিক বিদ্যালয়ে আমার সহপাঠী ছিল । আমি প্রথম, সে দ্বিতীয় । নাসির তৃতীয় । কিন্তু এই প্রথম হওয়ার গল্প আমাকে পরবর্তীতে অনেক বিব্রত করেছে । কখনো মাথা উঁচু করে বলতে পারিনি যে, আমি ক্লাসে ফার্স্ট ছিলাম । একবার হাইস্কুলে এই কথা বলাতে গোলাম স্যার আমাকে একেবারে হাসির পাত্র বানিয়ে ফেলেন । আসলে স্যারের প্রশ্ন ছিল আমরা যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্র, তাদের মধ্যে কতজন পঞ্চম শ্রেণিতে প্রথম হয়েছি । উত্তরে অন্যদের সাথে আমি নিজেও হাত তুলি । স্যারের পরের প্রশ্ন ছিল, কতজনের মধ্যে ? আমি বলি তিন জন । তখনই ক্লাসের মধ্যে হাসির রোল ওঠে । তবে এটা আমার আজকের লেখার বিষয় নয় । আমার লেখার বিষয় নুর ইসলাম । আমার সহপাঠী । পঞ্চম শ্রেণিতে আমি প্রথম, আর সে দ্বিতীয় স্থান লাভ করে ।
আমি ১৯৭৮ সালে এসএসসি পরীক্ষা দিই । চৌগাছা হাইস্কুলে সেবার প্রথম সেন্টার হয় । নুর ইসলাম অন্য স্কুল থেকে একইসাথে আমার সাথে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে ফেল করে । তারপর বহু বছর নুর ইসলামের সাথে আমার কোন যোগাযোগ নেই । বোধহয় ৩০/৩৫ বছর পর নুর ইসলাম আমাকে ফোন করে । সে জানায়, তার ছেলে অনেক মেধাবী । এসএসসি, এইচএসসিতে তার পরীক্ষার ফল প্রকাশের পর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ অনেক গণ্যমান্য মানুষ তার বাড়িতে গেছেন । সবাই তার ছেলের প্রশংসা করেছেন ।
নুর ইসলামের টেলিফোন আমাকে বেশ অবাক করে । আমার মনে হয়েছে এত বছর সে ইচ্ছে করেই আমার সাথে যোগাযোগ করেনি । তারমানে ছেলেবেলার সেই প্রতিযোগিতা সে ভোলেনি । ক্লাসে আমি প্রথম, আর সে দ্বিতীয় । নিজে সে আমার সমকক্ষ হতে পারেনি । কিন্তু যখন তার ছেলে নিজের মেধা ও যোগ্যতা বলে সকলের প্রশংসা পেয়েছে, তখন তার মনে হয়েছে আমার সাথে কথা বলা যায় । কি বিচিত্র মানুষের মনস্তত্ত্ব !
নুর ইসলাম ১৯৮১ সালে কাজের সন্ধানে খুলনা চলে যায় । অনেক হাঁটাহাঁটি করে একটি কার্গো জাহাজে নাবিকের কাজ পায় সে। বেতন মাসিক ২ হাজার টাকা । তখন চালের কেজি ছিল ১২ টাকা । ২০২১ সালে তার সেই বেতন বৃদ্ধি পেয়ে হয়েছে ১২ হাজার টাকা । এখন মোটা চালের দাম কমপক্ষে ৪০ টাকা কেজি । এই করোনা কালে তার কাজ বন্ধ । স্ত্রী ৩ মাস আগে মারা গেছে । শরীরটা আগের মত সায় দেয় না । জাহাজের কাজে আর যেতে ভালো লাগেনা । ছেলেটি বুয়েটের ছাত্র । এখন বন্ধ । বাবার সাথে বাড়িতে থাকে । টিউশনি করে যা পায়, তাই দিয়ে বাপবেটা চলে ।
নুর ইসলামেরও আমার মত বয়সের কৈশোর কাল চলছে । ছেলেবেলার কথা ভাবতে ভালো লাগে তার । আমার ছোটকালের ঢিলেঢালা প্যান্ট পরার কথা তার মনে পড়ে । কিশোর বেলার স্মৃতি তাকেও নাড়া দেয় । এরপর আমাদের দুজনেরই বৃদ্ধ বয়সের শিশুকাল শুরু হবে । তারপর শেষ । একদম শেষ ।
জীবন যদি প্রতিযোগিতার হয় তাহলে দিন শেষে কে জিতবে ?
আমি, না নুর ইসলাম ? এখানে হিসেবের মাপকাঠি কি হবে ?
নুর ইসলামসহ সকল শ্রমজীবী মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা ।
ইস্কাটন, ঢাকা । ১ লা মে, ২০২১ ।

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির নেপথ্যে বিপজ্জনক গোয়েন্দা তথ্য!

পাক-ভারত যুদ্ধবিরতি হলেও স্থগিত থাকছে সিন্ধু পানি চুক্তি

নিজামীর ফাঁসির রাতেই আ. লীগের ‘পতন’!

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ‘যুদ্ধবিরতিতে’ সম্মত ভারত-পাকিস্তান

ভারতের অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তানের ‘বুনিয়ান-উল-মারসুস’ শুরু

শাহবাগ ছাড়া মহাসড়কে ব্লকেড না দেওয়ার আহ্বান হাসনাতের

শেখ মুজিবের কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ করা সম্ভব : অ্যাটর্নি জেনারেল

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ, রাজপথে ‘জুলাই’র ছায়া

দ্রুত সিদ্ধান্ত দিন, নয়তো আবারও ‘মার্চ টু ঢাকা: নাহিদ ইসলাম

জম্মু-কাশ্মির-পাঞ্জাবে ব্যাপক হামলা পাকিস্তানের

মাতারবাড়ী প্রকল্প: ৬৫৭১ কোটি টাকার হিসাব না দিয়েই লাপাত্তা সাবেক পিডি

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারতের সাময়িক আনন্দ স্থায়ী দুঃখে পরিণত হবে: পাকিস্তান
_1_1746685630.jpg)
ভারতকে জবাব দিতে অংশ নিয়েছিল পাকিস্তানের ১২৫ যুদ্ধবিমান

ঘৃণা এবং সহিংসতা আমাদের শত্রু, একে অপরের নয়: ভারত-পাকিস্তানকে মালালা

দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!

গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!

কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক

সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু

সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন

অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ

অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা

কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার

মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার

হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার

খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি

কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু

মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু

হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
