ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ জুলাই,মঙ্গলবার,২০২৫ | আপডেট: ১২:০৩ পিএম, ৩০ জুলাই,
বুধবার,২০২৫

ছবি: সংগৃহীত
চলতি বছরের প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অবৈধ পথে প্রবেশ করা অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৭৫ হাজার ৯০০ জন অভিবাসী ইইউর বহিঃসীমান্ত পেরিয়ে ইউরোপে ঢুকেছেন।
এই ছয় মাসে সমুদ্রপথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৬০ জন। নিহতদের মধ্যেও বাংলাদেশিদের সংখ্যাই সর্বাধিক। এ বছর লিবিয়া থেকে ভূমধ্যসাগর পেরিয়ে ইতালিতে ঢোকা অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরাই এগিয়ে।
সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুটেই সবচেয়ে বেশি অভিবাসনপ্রবাহ ঘটেছে। এই রুটে ২৯ হাজার ৩০০ জন অভিবাসী শনাক্ত হয়েছে, যা গত বছরের তুলনায় ১২ শতাংশ বেশি। শুধুমাত্র লিবিয়ার উপকূল থেকেই ইতালিতে পৌঁছেছে ২০ হাজার ৮০০ অভিবাসী, যা ২০২৪ সালের তুলনায় ৮০ শতাংশ বেশি।
ফ্রন্টেক্স জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরীয় ও পশ্চিম আফ্রিকান রুটে আগমন উল্লেখযোগ্যভাবে কমেছে, তবে মধ্য ভূমধ্যসাগরীয় রুট এখনও ব্যস্ততম। জুন মাসে পশ্চিম ভূমধ্যসাগরীয় রুটে আগমন দ্বিগুণ হয়েছে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত দেশটিতে অনিয়মিতভাবে প্রবেশ করেছেন ৩১ হাজার ৯৪৮ জন। এর মধ্যে শুধু বাংলাদেশিই ১০ হাজার ৩১১ জন, যা মোট আগমনের ৩২ শতাংশ।
ফ্রন্টেক্স বলছে, বিভিন্ন ট্রানজিট দেশের সঙ্গে সমন্বিত সহযোগিতা কিছু রুটে অভিবাসনের হার কমিয়েছে, তবে মানব পাচার ও মৃত্যুর ঝুঁকি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে।