avertisements 2
Text

রাশেদুল ইসলাম

আমার কর্মপরিকল্পনা

প্রকাশ: ০৪:৪৫ পিএম, ২২ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:২৩ পিএম, ৮ মে, বুধবার,২০২৪

Text


এখন বড় দুঃসময় । করোনার প্রথম ধাক্কা দেশবাসী মোটামুটি সামলে নিয়েছিল । কিন্তু এই দ্বিতীয় ধাক্কাটা বেশ হতবুদ্ধি হওয়ার মত । তবে আমি মনে করি,   এই ‘হতবুদ্ধি’ ভাবটা সাময়িক ।  সরকারের সর্বাত্মক চেষ্টা এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় করোনার এই দ্বিতীয় ধাক্কাও  আমরা কাটিয়ে উঠবো ইনশাল্লাহ । মহান আল্লাহ্‌ আমাদের সহায় হউন । 
কথায় বলে, ‘সময় এবং স্রোত’ কারো জন্য অপেক্ষা করে না । গত ৫ জুন ২০১৭ সালে আমার ৫৫ তম জন্মদিন ছিল । সেই জন্মদিনে আমি আমার জীবনের কর্মপরিকল্পনা তুলে ধরি । লেখাটি আমার ‘চাঁদের পাহাড়’ বইটিতে অন্তর্ভুক্ত হয়েছে ।  সেখানে বাংলাদেশের মানুষের  বর্তমান  গড়আয়ু অনুযায়ী  আমার সম্ভাব্য আয়ু ধরা হয় ৭০ বছর । এই করোনাকালে অবশ্য কোন হিসাব মিলছে না । ইতোমধ্যে আমি নিজেসহ আমার পরিবারের সকলে করোনা আক্রান্ত হয়েছেন । এখন টিকে থাকলেও ভবিষ্যৎ কি হবে আল্লাহ্‌ ভালো জানেন । তারপরও জীবনের একটা লক্ষ্য থাকা এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া জীবনের ধর্ম হওয়া উচিত  । ফলাফল আমার হাতে নয় এবং  সেই চিন্তার ভারও আমার  নয় । 
পারস্য কবি শেখ সাদী নিজের জীবনের আয়ুষ্কাল ৯০ বছর ধরে কর্মপরিকল্পনা ঠিক করেন ।  যতটুকু জানা যায় তিনি ঠিক ৯০ বছরই বেঁচেছিলেন এবং তাঁর  কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছেন । শুধু শেখ সাদী নয়, বিজ্ঞানী  টমাস আল্ভা এডিশনের মত মানুষও নিজের জীবনের কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করে অনেকটা ‘ইচ্ছামৃত্যু’ বরণ করেন । ফলে এটা অস্বাভাবিক কিছু নয় । যে কোন মানুষই নিজের জীবনের একটা কর্মপরিকল্পনা ঠিক করে সে অনুযায়ী কাজ করতে পারেন এবং মহান আল্লাহ্‌ সহায় হলে,  তিনি তা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারেন । 
আগামী ৪ জুন ২০২১ তারিখে  আমার দাপ্তরিক বয়স ৫৯ বছর  পূর্ণ হবে এবং  চাকুরী থেকে  প্রাক অবসর জীবন শুরু হবে । অর্থাৎ এই করোনাকালেই আমাকে চাকুরী থেকে বিদায় নিতে হবে । পূর্ণ অবসর ঠিক এক বছর পরে ।  আমার কর্মপরিকল্পনা অনুযায়ী পরবর্তী  এক বছর আমি আমার স্ত্রী এবং মেয়েকে সংসারের সবকিছু  হিসেব বুঝিয়ে দেব । ঠিক ৬০ বছর বয়সে আমি সংসার থেকে মুক্তি চাই । জন্মের পর থেকেই আমি, আমার ভাইবোন, আমার স্ত্রী সন্তান- এসব করে করেই জীবন কাটছে । আমি আমার এই ‘আমি’ থেকে মুক্তি চাই । ৬০ বছর বয়স থেকে আমি মূলত মানুষের জন্য  কল্যাণমূলক কাজ করতে চাই । যদি বাস্তবতার কারণে  এ সময়কালে আমাকে অন্য কোন চাকুরী নিতে  হয়- তাহলে সেই উপার্জিত অর্থ  নিজের সংসারে নয়;   আমি জনকল্যাণে ব্যয় করতে চাই । 
৬০ বছর পরবর্তী ১০ বছর আমি কি করতে চাই,  তা  আমার ২০১৭ সালের কর্মপরিকল্পনায় বলা হয়েছে ।  সেই কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি এখানে উল্লেখ করা  যেতে পারে । সেই কর্মপরিকল্পনা অনুযায়ী   ‘অর্পণ- দর্পণ স্মৃতি ফাউনডেশন’ এর  আওতায়  দু’ ধরণের  কাজ সম্পাদনের  কথা বলা  হয়েছে – 
১। নিজেদের সামর্থ্য অনুযায়ী জনকল্যাণমূলক কাজ করাঃ 
ইতোমধ্যে আমার নিজ মুক্তারপুর গ্রামে  ‘অর্পণ- দর্পণ স্মৃতি পাঠাগার’  প্রতিষ্ঠা করা হয়েছে । এটি সাধারণ পাঠাগার নয় । এই পাঠাগারের একটি নিবেদিত প্রাণ কমিটি আছে এবং  কয়েকটি গ্রামের  তরুণতরুণীদের   সমন্বয়ে একটি সেচ্ছাসেবক  দল রয়েছে । নিজেদের সীমিত পরিসরে জনকল্যাণমূলক কাজের পাশাপাশি এলাকার সরকারি বেসরকারী যে কোন জনকল্যাণমূলক কাজে পাঠাগার  সহায়ক ভূমিকা পালন করে থাকে । বর্তমানে প্রতিষ্ঠানটির একতলা ভবনে সীমিত আকারে  কাজ চলছে । আশাকরি আগামী এক বছরে দোতালায় একটি কনফারেন্স রুম চালু  করা হলে স্থানীয় ছেলেমেয়েদের বিভিন্ন উপার্জনমুখী প্রশিক্ষন দেওয়ার কাজটি বেগবান হবে । 
২। মানুষকে সৎকাজে উদ্বুদ্ধ করাঃ 
‘অর্পণ- দর্পণ স্মৃতি ফাউনডেশন’ এর  আওতায় মানুষকে সৎকাজে উদ্বুদ্ধ করার জন্য ২০১৬ সাল থেকে আমি লেখালেখি শুরু করি । ২০১৭ সালে যখন আমার কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়,  তখন কেবল   ‘মারাক্কেশের বাতাস’ বইটি বাজারে ছিল । এর মধ্যে  ‘চাঁদের পাহাড়’, ‘পাগলামামা, ‘রোজকার টুকিটাকি’, ‘সাকুরা মৌসুমে’, ‘নিজেকে অভিজাত মনে হয়’ এবং ‘লকডাউনে আমার মা’ –এই  ৬ টি বই যোগ হয়েছে ।  আগামী এক বছরে আরও তিনটি বই এর সাথে যোগ হবে আশা করা যায় । 
 আমাদের দেশের মানুষ সাধারণত হুজুগে মাতাল হয় । নিজের সহজাত বিচারবুদ্ধি দিয়ে কোন ঘটনা বা বিষয়ের বিচার বিশ্লেষণ করে না তারা । আমাদের ধর্মীয় বিশ্বাসটাও অন্ধবিশ্বাস নির্ভর । যুক্তিনির্ভর নয় । এদেশের  যত সামাজিক ও ধর্মীয় সমস্যা  তার একটা বড় অংশ মূলত একারণেই ।  আমার লেখায় এসব থেকে বেরিয়ে আসার  দিক নির্দেশনা রয়েছে । কোমলমোতি  ছাত্রছাত্রীদের বইগুলো পড়ার সুযোগ করা গেলে  তাদের মানবিক গুণাবলী বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে আশা করি  । 
‘অর্পণ- দর্পণ স্মৃতি ফাউনডেশন’ এর পক্ষ থেকে দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমার বইগুলোর উপর পাঠচক্র পরিচালনা করা হবে । লেখালেখির কারণে আমার একটা পাঠক শ্রেণি তৈরি হয়েছে । প্রাথমিক ভাবে তাঁদের সাহায্যেই এই পাঠচক্রের  আয়োজন করা হবে । পাঠচক্রে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের  লিখিত  পরীক্ষা  অনুষ্ঠিত হবে । বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য অতিথিদের সাথে  আমি নিজে উপস্থিত থাকতে চাই  । হয়ত ৫০ জন শিক্ষার্থী একটি বই পড়বে;  কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত ২/৩শ’ জন অংশগ্রহণকারী আলোচ্য বিষয় জানতে পারবে । 
 পাঠচক্রের প্রথম অনুষ্ঠানটি আগামী ২/৩ মাসের মধ্যে ঝিকরগাছায় অনুষ্ঠিত হবে আশা করি ।  সেখানকার কয়েকজন তরুণ এ বিষয়ে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন । আশা করি কয়েকটি অনুষ্ঠানের পর পাঠচক্রের  একটি গ্রহণযোগ্য কাঠামো দাঁড়িয়ে যাবে । 
মহান আল্লাহ্‌ আমার কর্মপরিকল্পনা কবুল করুন ।
শুভ কামনা সকলের জন্য ।
ইস্কাটন, ঢাকা । ২১ এপ্রিল, ২০২১ । 
 

বিষয়:
avertisements 2
সিডনিতে সাদি মহম্মদের স্মরণে  অমিয়া মতিনের একক সঙ্গীত সন্ধ্যা
সিডনিতে সাদি মহম্মদের স্মরণে অমিয়া মতিনের একক সঙ্গীত সন্ধ্যা
অনুমতি ছাড়া হজ করলে হতে পারে জেল-জরিমানা
অনুমতি ছাড়া হজ করলে হতে পারে জেল-জরিমানা
যে যানবাহনে চলাচলকারীদের ক্যানসারের ঝুঁকি বেশি
যে যানবাহনে চলাচলকারীদের ক্যানসারের ঝুঁকি বেশি
২০২৩ সালে রোমানিয়ায় আটক ৩ হাজার বাংলাদেশি
২০২৩ সালে রোমানিয়ায় আটক ৩ হাজার বাংলাদেশি
ফিলিস্তিনপন্থী পোস্টে ‘লাইক’ দেয়ায় চাকরিচ্যুত ভারতীয় শিক্ষিকা
ফিলিস্তিনপন্থী পোস্টে ‘লাইক’ দেয়ায় চাকরিচ্যুত ভারতীয় শিক্ষিকা
মুদি দোকানি থেকে কাউন্সিলর, তারপর শত কোটি মালিক
মুদি দোকানি থেকে কাউন্সিলর, তারপর শত কোটি মালিক
চুন্নু স্বৈরাচারের দোসর, বললেন ব্যারিস্টার সুমন
চুন্নু স্বৈরাচারের দোসর, বললেন ব্যারিস্টার সুমন
অ্যান্ড্রয়েডে ভয়ংকর ত্রুটি, শতকোটি ব্যবহারকারী ঝুঁকিতে
অ্যান্ড্রয়েডে ভয়ংকর ত্রুটি, শতকোটি ব্যবহারকারী ঝুঁকিতে
বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় কেন্দ্রে ভোটার কম এসেছে: সিইসি
বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় কেন্দ্রে ভোটার কম এসেছে: সিইসি
বাঁশফুল কি আসলেই দুর্ভিক্ষ ডেকে আনে?
বাঁশফুল কি আসলেই দুর্ভিক্ষ ডেকে আনে?
মেট গালাতে আলিয়ার পরনের এই শাড়ি তৈরিতে ১৬৫ জন কর্মীর লেগেছে ১৯৬৫ ঘণ্টায়
মেট গালাতে আলিয়ার পরনের এই শাড়ি তৈরিতে ১৬৫ জন কর্মীর লেগেছে ১৯৬৫ ঘণ্টায়
ফেসবুকে একজন সংসদ সদস্যের বক্তব্যে ৩৪৯ জন এমপির ইজ্জত যাচ্ছে: মুজিবুল হক চুন্নু
ফেসবুকে একজন সংসদ সদস্যের বক্তব্যে ৩৪৯ জন এমপির ইজ্জত যাচ্ছে: মুজিবুল হক চুন্নু
কীর্তনখোলা নদী কিনেছে সামিট পাওয়ার!
কীর্তনখোলা নদী কিনেছে সামিট পাওয়ার!
সবাই আছেন, শুধু ভোটার উপস্থিতি নেই
সবাই আছেন, শুধু ভোটার উপস্থিতি নেই
চিকিৎসার অর্থ নেই, আইসিইউ রুমে ঢুকে অসুস্থ স্ত্রীকে হত্যা করলেন স্বামী
চিকিৎসার অর্থ নেই, আইসিইউ রুমে ঢুকে অসুস্থ স্ত্রীকে হত্যা করলেন স্বামী
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
avertisements 2
avertisements 2