avertisements 2

চলে গেলেন শিশুসাহিত্যিক রফিকুল হক ‘দাদুভাই

চলে গেলেন শিশুসাহিত্যিক রফিকুল হক ‘দাদুভাই

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০৯:৩৫ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

জনপ্রিয় শিশুসাহিত্যিক, ছড়াকার, শিশুসংগঠক, নাট্যকার ও প্রবীণ সাংবাদিক রফিকুল হক দাদুভাই চলে গেলেন। আজ রবিবার সকাল ১১টায় নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তাঁর মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী। জানা গেছে, রফিকুল হক বাধ্যর্কজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত বছর পরপর দুইবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সুস্থ হয়ে কর্মস্থল যুগান্তরে যোগ দিলেও বার্ধক্যসহ নানা জটিলতায় প্রায় ছয় মাস আগে মুগদার বাসায় পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। মৃত্যুর আগে তিনি স্ট্রোক করেন।

রফিকুল হকের জন্ম ১৯৩৭ সালের ৮ জানুয়ারি। তার গ্রামের বাড়ি রংপুরের কামালকাচনায়। তার দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে আমেরিকাপ্রবাসী।

রফিকুল হক শিশু-কিশোরদের সংগঠন ‘চাঁদের হাটে’র প্রতিষ্ঠাতা ছিলেন। এর আগে তার পরিকল্পনায় এবং তত্ত্বাবধানে দৈনিক পূর্বদেশে ‘চাঁদের হাট’ নামে ছোটদের পাতা বের হতো। তখন থেকে তিনি ‘দাদুভাই’ নামে পরিচিত।

তিনি দৈনিক যুগান্তরের ফিচার এডিটর পদে দায়িত্ব পালন করেছেন। নব্বইয়ের দশকে প্রতিষ্ঠিত দৈনিক রূপালীর নির্বাহী সম্পাদক ছিলেন। তার আগে দৈনিক জনতার নির্বাহী সম্পাদক ছিলেন। কাজ করেছেন দৈনিক লাল সবুজ, আজাদ, বাংলাদেশ অবজারভারে। শিশু-কিশোরদের জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা ‘কিশোর বাংলা’র সম্পাদকও ছিলেন তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2